• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঢ্যাঁড়শের ভালো ফলন ও দাম পেয়ে ঈশ্বরদীর কৃষকরা খুশি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২২  

ঈশ্বরদীতে ঢ্যাঁড়শের উচ্চ ফলন ও বাজারে দ্বিগুণ বিক্রি হওয়ায় কৃষকদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। আষাঢ়ি ঢ্যাঁড়শের এবারে ফলন হয়েছে খুব ভালো। আর অন্য বছরের তুলনায় এবারে বাজারমূল্য প্রায় দ্বিগুণ হওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। ঢ্যাঁড়শের আবাদ এলাকা ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে কৃষকদের মধ্যে খুশির আমেজ দেখা গেছে।

মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর ও নিকরহাটা এলাকা ঘুরে দেখা যায়, শত শত হেক্টর জমিতে ঢ্যাঁড়শের আবাদ হয়েছে। ফলন হয়ে বেশ ভালো। প্রতি মণ ১৫০ টাকা চুক্তিতে নারী-পুরুষ ও শিক্ষার্থীরা জমি থেকে ঢ্যাঁড়শ তুলে বিক্রির জন্য বস্তা বোঝাই করছেন। নিকরহাটার মোর্শেদ আলী জানান, ১৬ বিঘা জমিতে ঢ্যাঁড়শ আবাদে বিঘায় খরচ হয়েছে ২০-২২ হাজার টাকা। ৫০-৬০ হাজার টাকার ঢ্যাঁড়শ বিক্রি হবে বলে তিনি আশা করছেন। সার, বীজ ও কীটনাশকের দাম না বাড়লে চাষিরা আরও লাভবান হতো বলে জানান তিনি।

চাষি মোজাম্মেল জানান, ডিজেল-সার-কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় কোনো ফসলেই লাভবান হতে পারছেন না। এবারে ঢ্যাঁড়শের বাজারদর বেশি হওয়ায় কৃষকরা লাভবান হতে পারবেন। এর আগে পাইকারি বাজারে ঢ্যাঁড়শ প্রতি কেজি ২০ টাকার বেশি বিক্রি হয়নি। কিন্তু এবারে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখনও ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পতিরাজপুরের আরজু মালিথা জানান, ঢ্যাঁড়শের দাম এবারে বেশ ওঠানামা করেছে। কোরবানি ঈদের পর টানা একমাস ঢ্যাঁড়শ ৫-৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এসময় কেউ কেউ গরু-মহিষকে দিয়ে ঢ্যাঁড়শ খাইয়েছে। গত এক মাসে ঢ্যাঁড়শ কেজিতে ২৫-৩৮ টাকা পর্যন্ত  বিক্রি হয়েছে। এরআগে এতো বেশি দামে ঢ্যাঁড়শ চাষিরা বিক্রি করতে পারেননি।

মুলাডুলি আড়তদার সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, কাঁচামালের বাজারদর প্রতিদিনই ওঠানামা করে। তবে গত ১৫ দিনে ঢ্যাঁড়শ আড়তে ২৮-৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। খুচরা বাজারে দাম ৪০ টাকা।

মুলাডুলির উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলিউজ্জামান জিয়া জানান, এবারে আষাঢ়ি ঢ্যাঁড়শের ফলন ভালো হয়েছে। এটি উঁচু জমিতে আবাদ করা হয়। আষাঢ় মাসে ফলন শুরু হয় বলে কৃষকদের কাছে আষাঢ়ি ঢ্যাঁড়শ হিসেবে পরিচিত। এবারে ঢ্যাঁড়শের দাম ভালো পাওয়ায় এবার চাষিরা লাভবান হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন,  মৌসুমে উপজেলায় ৫৩০ হেক্টর জমিতে ঢ্যাঁড়শ আবাদ হয়েছে। মুলাডুলি, সাঁড়া ও সাহাপুর ইউনিয়নে ঢ্যাঁড়শের বেশি চাষ হয়। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে এবং কৃষকরা অন্য বছরের তুলনায় ভালো দামে বিক্রি করছেন।