• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

আদালতে সিপিবির সমাবেশে বোমা হামলা মামলার ৪ আসামি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

 


বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার রায় ঘোষণা উপলক্ষে কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছে চার আসামিকে। সোমবার (২০ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয় আসামিদের।

এই মামলার মোট আসামির সংখ্যা ১২জন। তবে এদের মধ্যে কেবল চারজনই কারাগারে আছেন। এরা হলেন: মাওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান, আরিফ হাসান সুমন ও মুফতি মাঈনুদ্দিন শেখ।

এছাড়া মামলার অন্যতম আসামি জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানের অন্য মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় তাকে এই মামলার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। পলাতক আছেন মাওলানা মশিউর রহমান, আবদুল হাই, শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, নুরুল ইসলাম, মহিবুল মুস্তাকিম, আনিসুল মুরসালিন ও রফিকুল ইসলাম।

সকালে কড়া নিরাপত্তার মধ্যে হেলমেট ও হাতকড়া পরিয়ে চার আসামিকে আদালতে নেওয়া হয়। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালতে রায় ঘোষণার সময় এরা আদালতে উপস্থিত থাকবেন।

আলোচিত ও পুরোনো এই মামলার রায় ঘোষণা উপলক্ষে সকাল থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় আদালত ও এর আশপাশের এলাকা। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। আসামিদের কারাগার থেকে আদালতে নেওয়ার পথে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সজাগ ছিলেন পুলিশ সদস্যরা।