• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪  

গাড়ির ফিটনেস ও ভ্রাইভিং লাইসেন্স না থাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের বাবুগঞ্জে উপজেলায় ৩ টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এছাড়াও জাটকা পরিবহন করা হয় দুই ব্যক্তিকে ৭ হাজার টাকাসহ দুইটি অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০ এপ্রিল বিকেলে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসষ্ট্যান্ডে বিভিন্ন গাড়ীতে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুব্রত বিশ্বাস দাসের আদালত।

অভিযান চালিয়ে ৩টি গাড়ির ফিটনেস ও ভ্রাইভিং লাইসেন্স না থাকায় ৩ টি মামলায় ১১টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। একই সময় একটি গাড়ী তল্লাশী করে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটক দরিদ্রদের মাঝে বিতরণসহ জাটকা পরিবহনের দায়ে হাসান খান ও বাচ্চু মিয়াকে ৭ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুব্রত বিশ্বাস দাসের আদালত। দুইটি অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম পারভেজ, থানার এসআই জাকির হোসেন প্রমুখ।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুব্রত বিশ্বাস দাস বলেন, সড়ক দূর্ঘটনারোধে সরকারের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনগনের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।