• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

মেহেরপুরে আল্লাহর দলের ২ সদস্য আটক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ আগস্ট ২০২০  

মেহেরপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় ২ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১২। সিরাজগঞ্জে বৃহস্প্রতিবার (৬ আগস্ট) সকালে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দীন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দীর্ঘদিন যাবত মো. কামরুল ইসলাম ও মো. আরিফুল ইসলাম আল্লাহর দলের সাথে সম্পৃক্ত। আর তারা সদস্য সংখ্যা বাড়ানোর কাজে লিপ্ত আছেন। তারই পরিপ্রেক্ষিতে র‌্যাব সদস্যরা গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং এর সত্যতা পায়। এরই জের ধরে বুধবার বিকেলে মেহেরপুর জেলার সদর থানাধীন খোকশা শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা মেহেরপুর জেলার আল্লাহর দল নামক সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

তিনি জানান, তারা নতুন সদস্য সংগ্রহ করতো, দলের জন্য নিয়মিত চাঁদা প্রদান এবং অন্যান্য সদস্যদের নিকট থেকে চাঁদা আদায়ের মত গুরুত্বপূর্ণ কাজগুলো করতো। এছাড়াও আল্লাহর দলের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে তারা সব সদস্যদের নিয়ে আলোচনা সভা করতেন।

এসময় তাদের কাছ থেকে ২টি উগ্রবাদী বই, ২১টি উগ্রবাদী লিফলেট, উগ্রবাদী কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, ৫টি সিম উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২) এর (ই) (ঈ) /১০/১২/১৩ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।