• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ভৈরবে আড়াই লক্ষাধিক টাকার ভারতীয় বিস্কুট উদ্ধার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০  

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আড়াই লক্ষাধিক টাকা ‍মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিস্কুট উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।
 

বাসটি থেকে ষাট কার্টন ডার্ক ফেন্টাসি নামে ভারতীয় বিস্কুট উদ্ধার করা হয়। ভারতীয় পণ্য বহনের দায়ে আল মোবারাকা নামে একটি বাস জব্দ করা হয়। এসময় বাসটির চালক, হেলপার ও বাসের সুপার ভাইজারকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ভৈরব শহরের দুর্জয় মোড় থেকে বাসটিকে আটক করে হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

বাসটির সুপার ভাইজার মারুফ হাসান বলেন, প্রায়ই এ ধরনের মালামাল পরিবহন করা হয়ে থাকে। আজ সিলেট থেকে বাবু নামে জনৈক ব্যক্তি এ মালামাল বুকিং দেয় ঢাকা পৌঁছে দেয়ার জন্য। ঢাকায় পৌঁছালে কেউ এসে এই মালগুলো রিসিভ করে নিয়ে যাবেন। তারা ভাড়ার বিনিময়ে এসব মাল পরিবহন করে থাকেন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মো. মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে দুর্জয় মোড় থেকে আল মোবারাকা নামে একটি বাসে ধরা হয়। পরে তল্লাশি করে বাসটির লাগেজভ্যান থেকে ষাট কার্টন ডার্ক ফেন্টাসি নামে ভারতীয় বিস্কুট উদ্ধার করা হয়। ভারতীয় পণ্য বহনের দায়ে বাসটি জব্দ করা হয়েছে। বাসচালক, হেল্পার ও বাসের সুপার ভাইজারকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত বিস্কুটের আনুমানিক মূল্য আড়াই লক্ষাধিক টাকা বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ ব্যাপারে কোনো প্রকার কাগজপত্র দেখাতে না পাড়ায় পুলিশ বাদী বাবুল মিয়া নামে একজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।