• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

শাহ আমানতে আড়াই লাখ দিরহামসহ শারজাহগামী যাত্রী আটক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২  

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই লাখ ৫১ হাজার ৭৯০ দিরহামসহ মোহাম্মদ আলী নামে শারজাহগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় তাকে আটক করে শুল্ক গোয়েন্দারা। আটক মোহাম্মদ আলী চট্টগ্রামের সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নের আফজালনগর গ্রামের বাসিন্দা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ বলেন, শনিবার সকাল ৯টার দিকে ছেড়ে যাওয়া শারজাহগামী এয়ার এরাবিয়া একটি ফ্লাইটের যাত্রী ছিলেন মোহাম্মদ আলী। সকাল সাড়ে ৬টার দিকে তিনি ইমিগ্রেশন পার হওয়ার সময় চ্যালেঞ্জ করে তার লাগেজে দুই লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম জব্দ করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় ৭৩ লাখ ১৫ হাজার ১৭৯ টাকা। এসব দিরহাম ওই যাত্রীর কাঁধ ব্যাগের সঙ্গে সেলাই করা অবস্থায় ছিল বলে জানান এ শুল্ক গোয়েন্দা কর্মকর্তা।

তিনি বলেন, আটক যাত্রী ২০২২ সালে ছয়বার বিদেশ ভ্রমণ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এর আগেও বৈদেশিক মুদ্রা পাচার করেছেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মুদ্রাপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।