• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্ত্রীকে গলা কেটে-পুড়িয়ে হত্যার দায় স্বীকার রনির

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২  

শনিবার রাত ৮টার দিকে নড়াইলের আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে জবানবন্দী দেন তারা।  আছিয়া হত্যাকাণ্ডের ঘটনায় আটজনকে আসামি করে ৫ নভেম্বর নড়াইল সদর থানায় মামলা করেন তার মা রেবেকা বেগম।

এর আগে শনিবার ভোরে আছিয়ার স্বামী রনি শেখকে কালিয়া থেকে এবং তার বন্ধু একই গ্রামের জামির ফকিরের ছেলে আব্বাসকে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্রেফতার করে। এছাড়া ঘটনার পর রনির বাবা লিটু শেখ, তার দুই ভাই ইমরান শেখ ও রুবেল শেখকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত)  ওবায়দুর রহমান জানান, আসামি রনি ও আব্বাস আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, রনির অন্য মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক থাকায় তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। শুক্রবার দুপুরে রনির বসতঘরের জানালা দিয়ে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে তারা এসে আগুন নেভায়। এরপর  বিছানায় পাওয়া যায় আছিয়ার গলাকাটা ও পুড়ে যাওয়া মরদেহ।

নড়াইল জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, আছিয়ার স্বামীসহ মামলার পাঁচজনকে ঘটনার পনের ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।