• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯  

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০১৯ সালের এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ পরীক্ষায় পাস করেছেন মোট ৩৪ হাজার ২৫১ জন শিক্ষার্থী। পাসের হার ৪৮ দশমিক ৩৭ শতাংশ।

জানা যায়, এ বছর বাউবির অধীন এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ নেন মোট ১ লাখ ৪৮ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন মোট ৭০ হাজার ৮১৬ জন পরীক্ষার্থী। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছেন মোট ৩৪ হাজার ২৫১ জন শিক্ষার্থী। অর্থাৎ পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৩৭ শতাংশ।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- ৬৪০ জন ‘এ’ গ্রেড, ৪ হাজার ২২৮ জন ‘এ (-)’ ১২,২৭৯ জন ‘বি’, ১৪ হাজার ১৪১ জন ‘সি’ এবং ২ হাজার ৯৬৩ জন ‘ডি’ গ্রেড। এর মধ্যে ১৭ হাজার ৪২৫ জন ছাত্র এবং ১৬ হাজার ৮২৬ জন ছাত্রী। একইসঙ্গে প্রকাশ করা হয়েছে ৭৭ হাজার ৮৪৯ জন প্রথম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও।

এ ব্যাপারে বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মহা. শফিকুল আলম বলেন, পরীক্ষার্থীদের (GPA) bou.ac.bd এবং Detail Result- exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে।

এছাড়াও SMS এর মাধ্যমেও জানা যাবে ফল। চূড়ান্ত ফল পাওয়ার জন্য boustudent ID (11digits without any space, for example 13011810001) লিখে SMS পাঠাতে হবে বাংলালিংকে ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ নম্বরে।