• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে এমপিও হবে : শিক্ষামন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯  

 

শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান এমপিও নীতিমালা সংশোধন করা হবে। অসঙ্গতি বা ভুল-ত্রুটি থাকলে তা বদলানো যাবে। এমপিও নীতিমালা কোনো ধর্মগ্রন্থ নয় যে তা পরিবর্তন করা যাবে না। সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতেই এই এমপিও দেয়া হবে। 

রবিবার (২০ অক্টোবর) রাতে রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষকদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আইন কিংবা সংবিধান পরিবর্তন করা যায়। নীতমালাও করা যায়। আগের এমপিও নীতিমালাটা ভালো মনে করা হয়নি। তাই নতুন নীতিমালা করা হয়েছে। আপনারা আপত্তি করছেন। আপত্তি করেই আন্দোলনে গেছেন।’

ড. দীপু মনি বলেন, ‘আমার আগে যিনি দায়িত্ব ছিলেন তিনি আপনাদের বলেছেন নীতিমালা তো পরিবর্তন করা যায়। তিনি তো ঠিকই বলেছেন। কিন্তু নীতিমালা তো পরিবর্তন হয়নি। সে সময় আন্দোলন করেছেন। কিন্তু আজকে যেভাবে আলাপ আলোচনা হচ্ছে যদি সেভাবে আলাপ আলোচনাটা হতো হয়তো সে সময়ই পরিবর্তনের একটা সুযোগ থাকত।’

মন্ত্রী বলেন, আমরা দায়িত্ব এসে পেলাম এমপিওভুক্তির জন্য নীতিমালা হয়েছে, নীতিমালা অনুযায়ী দরখাস্ত চাওয়া হয়েছে। ৯ হাজারের বেশি দরখাস্ত পড়েছে। আপনাদের দেয়া দরখাস্ত, বেনবেইজের তথ্য অনুসারে অনলাইনে দরখাস্তের ভিত্তিতে একটা তালিকা করা হয়ে গেছে। আমি এসে জানুয়ারিতে পেলাম একটা তালিকা প্রস্তুত আছে। তারপর আপনাদের আন্দোলন দেখলাম। আমি নিজে নীতিমালাটা দেখেছি। আমি মনে করি নীতিমালাটি সংশোধন প্রয়োজন। এই নীতিমালায় গ্রাম এবং শহরের মধ্যে শিক্ষার্থী সংখ্যায়, পরিক্ষার্থীর সংখ্যায় তফাৎ আছে। শহরে বেশি গ্রামাঞ্চলে কম। নীতিমালা করার আগে পাশের হারের বিষয়ে চিন্তা করা উচিত ছিল।

শিক্ষামন্ত্রী জানান, ‘বর্তমান নীতিমালা করার ক্ষেত্রে আরও ভালো ভাবনা থাকতে পারত। এখন আমি যে অবস্থা পেলাম এখন আমার কী করণীয়। আমি আইনজীবী হিসেবে আইনের সুবিধাটা যেমন বুঝি আইনের সমস্যাটাও বুঝি। একটা নীতিমালার মাঝখানে গিয়ে সব পরিবর্তন করা যায় না। হলে সেটা মামলা মোকদ্দমায় গড়াবে।’