• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সংবাদ সম্মেলনে অর্জন তুলে ধরবেন শিক্ষামন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২০  

শিক্ষামন্ত্রণালয়ে গত ১২ মাসে ৫২টি অর্জন হয়েছে বলে দাবি করা হয়েছে। সে হিসেবে প্রতিমাসে চারটির বেশি অর্জন এ মন্ত্রণালয়ের। এ সমস্ত অর্জনের কথা সোমবার আনুষ্ঠানিকভাবে জাতির কাছে তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার সকাল ১০টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানিয়েছে তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

জানা গেছে, গত এক বছরে শিক্ষা মন্ত্রণালয়ের ৫২টি অর্জন হয়েছে বলে দাবি করা হয়েছে। অর্জন খুঁজতে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সকল দফতর-সংস্থার প্রধানদের নিয়ে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটি বিভিন্ন অর্জন তুলে আনে।

এসব অর্জনের মধ্যে রয়েছে- নতুন ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ইউনেস্কোর সাথে যৌথভাবে সারা বিশ্বে পালনের বিষয়ে ইউনেস্কোর সম্মতি আদায়, পাবলিক ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে নির্দেশিকা প্রণয়নের উদ্যোগ, ২০২০ সাল থেকে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ৬৪০টি স্কুলে কারিগরি শিক্ষার ব্যবস্থাসহ ২০২১ সাল থেকে মাধ্যমিকের সকল ক্লাসে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা, প্রশ্নফাঁস ও গুজব প্রতিরোধ করা হয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা।

এছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদফতরের মাধ্যমে ১৩ হাজার স্কুল, কলেজ ও মাদরাসার নতুন ভবনের কাজ শুরু, শিক্ষা প্রকৌশল অধিদফতরে ২ হাজার ৪৯৪ জন নতুন জনবল অর্গানোগ্রামে অন্তর্ভুক্ত করা, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম যুগোপযোগী করার লক্ষ্যে পরিমার্জনের কাজও অর্জন হিসেবে তুলে ধরা হয়েছে।