• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

দর্শক আমাকে বিদায় করে দেবে: শাহরুখ খান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় ‘জিরো’। বক্স অফিস ও সমালোচক—ছবিটি সবার কাছে শূন্য পাওয়ার পর যেন হারিয়ে গেছেন শাহরুখ খান। মানে, এখন পর্যন্ত নতুন ছবির ঘোষণা দেননি তিনি। সর্বশেষ কয়েকটা ছবির আশানুরূপ ব্যবসা না করা আর বড় পর্দায় মুখ দেখানোর ব্যাপারে সম্প্রতি তিনি কথা বলেছেন বিবিসির সঙ্গে।

‘দিলওয়ালে’, ‘ফ্যান’, ‘যব হ্যারি মেট সেজাল’, ‘রইস’, ‘জিরো’—কোনো ছবিতেই পরিচিত শাহরুখ খানকে পাওয়া যায়নি। ছবিগুলোয় শাহরুখ খান নিজের মতো জ্বলে উঠতে পারেননি। ‘ডিয়ার জিন্দেগি’ যা একটু ভালো করেছে, তবে তা যতটা না শাহরুখ খানের কৃতিত্ব, তার চেয়ে বেশি আলিয়া ভাটের।

ছবিগুলো কেন ফ্লপ করেছে? বিবিসির সাংবাদিককে শাহরুখ খানের সোজাসাপ্টা জবাব, ‘ছবিগুলো ভালো হয়নি, তাই ভালো করেনি। আমরা সবাই মিলে খারাপ ছবি বানিয়েছি। হ্যাঁ, এই সহজ উত্তরটাই সঠিক উত্তর।’

 

শাহরুখ খান। ছবি: আইএএনএস

শাহরুখ খান আরও বলেন, ‘ভারতীয়রা সবাই যেমন ক্রিকেট খেলতে জানে, সবাই তেমন ছবি বানাতেও জানে। তাই ভালো, খারাপ—সব ধরনের ছবিই নির্মিত হয়, নির্মিত হবে। একটা ছবি খারাপ ব্যবসা করার কেবল একটাই কারণ, ছবির গল্পটা ভালোভাবে বলা হয়নি। আর কোনো কারণ থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। এটা বিনয় না, এটা সততা। আমি দর্শকদের চাকরি করি। দর্শক আমার বস। আমি যদি খারাপ করি, তারা আমাকে চাকরি থেকে বিদায় করে দেবে।’

এই মেগাস্টার সম্প্রতি তাঁর ৫৪তম জন্মবার্ষিকীতে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁর বড় সন্তান আরিয়ান খানের সঙ্গে তাঁর গত বছরের একটি কথোপকথন প্রকাশিত হয়। সেখানে শাহরুখ খান বলেছেন, ‘আরিয়ান আর সুহানা “বাজিগর”, “কুছ কুছ হোতা হ্যায়” ছবি দেখে বড় হয়েছে। কিন্তু আমি চাই, আমার ছোট ছেলে সত্যিকারের কিছু ভালো চরিত্র দেখে বড় হোক। যাতে সে ভাবে, আমার বাবা একজন বড় তারকা।’


শাহরুখ খান ও গৌরী খান। ছবি: আইএএনএস
আরিয়ান খান তাঁর বাবা শাহরুখ খানকে উপদেশ দিয়েছেন। আগামী তিন-চার বছরে শাহরুখ খান এমন সব ছবিতে অভিনয় করেন, যাতে আবরাম তাঁর বাবাকে নিয়ে গর্ব করতে পারেন। আর শাহরুখ খানও কথা দিয়েছেন, তিনি এর জন্য কঠোর পরিশ্রম করবেন।

অন্যদিকে, স্ত্রী গৌরী খান শাহরুখ খানকে স্বামীর ‘চরিত্রে’ দিয়েছেন দশে দশ। বলেছেন, শাহরুখ খান জীবনসঙ্গী হিসেবে শতভাগ ‘পারফেক্ট’।