• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

এক কাপ গরম চকোলেট: দূরে থাকবে ডাক্তার!

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

একটি গবেষণায় দেখা গেছে যে, কোকো পায়ের রক্ত সঞ্চালন বাড়িয়ে তুলতে সহায়তা করে। দিনে অন্তত এক কাপ গরম চকোলেট আপনাকে ডাক্তারের কাছ থেকে দূরে রাখবে। 

গবেষণায় ৬০ এর বেশি বয়স্ক মানুষদের ছয় মাস দিনে তিনমগ গরম চকোলেট খাওয়ানো হয়েছিল। পরীক্ষা শেষে দেখা যায়, যা আশা করা হয়েছিল তার থেকে ভালোভাবে তারা হাঁটতে পারছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের জার্নাল সার্কুলেশন রিসার্চে এই সমীক্ষা প্রকাশ করা হয়েছিল।

পরীক্ষাটি দু’বার করা হয়েছিল, পানীয়টি পান করার আড়াই ঘন্টা এবং ২৪ ঘন্টা পর। সেখানে দেখা যায়, কোকো পানকারীরা ৮২ দশমিক ৬ মিটার হাঁটতে সক্ষম হয়েছিল। আর যারা কোকো পান করেনি তারা হেঁটেছিল মাত্র ২৪ দশমিক ২ মিটার।

চকোলেটে রয়েছে এপিকেচিন নামক যৌগ। ডার্ক চকোলেটে এটি পরিমাণে বেশি থাকে। গবেষকরা মনে করেন, এপিকেচিন পায়ের পেশিতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে হাঁটার সক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়াও পেরিফেরিয়াল আর্টারি ডিজিজ বা ‘পিএডি’ আক্রান্ত ব্যক্তিদের ওপর এই গবেষণা করা হয়েছিল।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পেরিফেরিয়াল ভাস্কুলার ডিজিজ কাউন্সিলের চেয়ারম্যান ডা: নওমি হামবুর্গ আরো বলেছেন, পিএডি আক্রান্ত রোগীদের হাঁটাচলা করতে অসুবিধা হয় যা উন্নত হার্ট ফেইলিওর লোকদের মতোই খারাপ। যখন পেশিতে ঠিক মতো রক্ত সঞ্চালন হয় না। তখন পায়ে নানা ধরনের জটিলতা দেখা দেয়।