• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

পুতিনের সঙ্গে বৈঠক বাতিলই করে দিলেন ট্রাম্প

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮  

চলমান ইউক্রেন-রাশিয়ার উত্তেজনাসহ নানা কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকটি অবশেষে করছেনই না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনে রওনা হওয়ার পর ট্রাম্প টুইট বার্তায় প্রত্যাশিত ওই বৈঠক বাতিলের ঘোষণা দেন। এতে তিনি বলেন, রাশিয়ার আটক করা জাহাজ এবং নাবিকরা ইউক্রেনে এখনও ফেরেননি। এটা অসুভ লক্ষণ। আর চলমান এই বাস্তব সংকটের পরিপ্রেক্ষিতে বুয়েনস আয়ার্সে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক না করাটা সবার জন্য ভালো হবে বলে আমি মনে করি। তবে রুশ সংবাদমাধ্যম বলছে, ওই সংকটসহ নানা কারণে বৈঠকটি বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে পূর্বনির্ধারিত ওই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে ক্রেমলিনকে জানিয়েছিল ওয়াশিংটন। তবে এরও আগে ইউক্রেন সংকটের কারণে বৈঠকটি বাতিল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প নিজেই। তখন তিনি বলেছিলেন, ক্রিমিয়া উপকূলের কাছে রাশিয়া-ইউক্রেনের ঘটনার ‘পূর্ণাঙ্গ বিবরণের’ অপেক্ষা করছেন তিনি। এরপরে তিনি ওই বৈঠকের ব্যাপারে পুরো সিদ্ধান্তে পৌঁছবেন। তবে তিনি এও বলেছিলেন, সম্ভবত এ বৈঠক হবে না।  যা এখন বাতিলই করে দিলেন। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে অনুষ্ঠেয় শিল্পোন্নত দেশগুলোর জি-২০ সম্মেলনের ফাঁকে ১ ডিসেম্বর শীর্ষ এ দুই নেতার মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল।