• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

এগুলো বেসিনে ফেলছেন না তো

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৯  

রান্নার পর অনেকেই বাড়তি তেল ফেলে দেন বেসিনে। জানেন কী এমনই ছোটখাট কিছু ভুলে পড়তে পারেন দীর্ঘ ভোগান্তিতে? তেল বা আঠালো কিছু বেসিনে ফেললে তা আটকে ফেলে পাইপ। ফলে বন্ধ হয়ে যায় পাইপের নির্গমন পথ। এমন আরও কিছু জিনিস আছে যেগুলো ভুলেও ফেলা যাবে না বেসিনে। জেনে নিন সেগুলো কী কী।  

 
  • তেল বা তেলজাতীয় খাবার যেমন মেয়োনিজ, মাখন বা চর্বি ফেলবেন না বেসিনে। এগুলো পাইপ বন্ধ করে দেয়।
  • ডিমের খোসা কখনোই বেসিনে ফেলবেন না। আস্ত বা গুঁড়া যেটাই হোক না কেন, শক্ত খোসা পানি বের হওয়ার পথ বন্ধ করে দেবে।
  • আটা/ময়দা ফেলা যাবে না বেসিনে। অনেকে মনে করেন পানি দিলেই এগুলো চলে যাবে। তবে পানির সংস্পর্শে উল্টো আঠালো হয়ে জেঁকে বসে ময়দা ও আটা।
  • ফলে লাগানো থাকে আঠালো স্টিকার। লক্ষ রাখবেন ফল ধোয়ার সময় এগুলো যেন পাইপে প্রবেশ না করে। পাইপ পর্যন্ত পৌঁছে গেলে আঠালো হয়ে আটকে থাকে এ ধরনের স্টিকার।
  • কফি ফেলবেন না বেসিনে। এটি ভোগান্তির কারণ হতে পারে।
  • ভাত বা পাস্তা ফেলবেন না।
  • ক্র্যাফটের কাজ করার পর বাড়তি রঙ বেসিনে ফেলতে যাবেন না। তরল হলেও এটি পাইপ আটকে ফেলে।
  • চুল যেন বেসিনের পাইপে প্রবেশ না করে। এটি বন্ধ করে দেবে পানি নির্গমনের পথ।  
  • ওষুধ বেসিনে ফেলে দিলে পানিতে গলে যাবে, এমন ধারণা ঠিক হয়। এটিও কারণ হতে পারে পাইপ আটকে যাওয়ার।