• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে মেয়রের সংবাদ সম্মেলন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ১৬‘শ ৬০ মিটার সড়ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও জনমনে বিভ্রন্তি ছড়ানোর প্রতিবাদে পৌর মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস সংবাদ সম্মেলন করেছেন।

আজ মঙ্গলবার দুপুরে পৌর ভবনের সভা কক্ষে লিখিত বক্তব্যে তিনি বলেন, মঠবাড়িয়া পৌরসভাধীন বহেরাতলা বেইলী ব্রিজ থেকে পাথরঘাটা বাস স্ট্যান্ড পর্যন্ত ১৬‘শ ৬০ মিটার রাস্তা সওজ এর আওতাধিন। চরখালী-পাথরঘাটা সড়কের প্রসস্তকরণ ও কার্পেটিংয়ের কাজ শুরু হওয়ার পর বিভিন্ন সময় সওজ এর কর্মকর্তারা চলমান কাজ পরিদর্শন কালে পৌর শহরের সড়কে জলাবদ্ধতা সৃষ্টির আশংঙ্কা প্রকাশ করেন। যে কারনে প্রায় ৮ মাস আগে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশক্রমে কার্পেটিংয়ের নকশা পরিবর্তণ করে আরসিসি করার সিদ্ধান্ত নেন। যা ইতোমধ্যে অনুমোদন হয়েছে এবং চলতি বছরের শেষ নাগাদ কাজ সমাপ্ত হবে। পৌর মেয়র তার বক্তব্যে একটি স্বার্থন্বেষী মহল এ সড়কটি নিয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন, নাজুক সড়ক দিয়ে চলাচলে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্যালেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক মো. অজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর সচিব হারুণ অর রশিদ, প্রকৌশলী আবু সালেক সহ সকল কাউন্সিলর ও সুধী সমাজের নেতৃবৃন্দ।