• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মঠবাড়িয়ায় লুন্ঠিত মালামালসহ দুই ডাকাত গ্রেফতার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  


পিরোজপুরের মঠবাড়িয়ায় গুলিশাখালী আলোচিত ডাকাতি মামলার আসামি তানজিম (২৫) ও রাসেল (২৪ কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোর্ট রোড স্টীমার ঘাট থেকে ওই দুই ডাকাতকে গ্রেফতার করে গতকাল বুধবার রাতে মঠবাড়িয়া থানায় নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে লুন্ঠিত মোবাইলসহ মালামাল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছেন।

গ্রেফতারকৃত তানজিম বরিশাল মেহিন্দি গঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে
ও রাসেল বরগুনা জেলার সদর থানার পতাকাটা গ্রামের  মতিউর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গত জুলাই মাসে মুক্তিযোদ্ধা বিজিবির অবঃ সোবেদারের বাড়িসহ একরাতে দুই বাড়িতে ডাকাতির সংঘঠিত হয়েছিল। সেসময় ডাকাত দল দুই ঘর থেকে স্বর্ণালংকারসহ প্রায় চার লক্ষ টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ওই পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় দীর্ঘ দুই মাস পুলিশ অনুসন্ধান চালিয়ে ওই ডাকাতির ঘটনায় জড়িত দুই জনকে লুন্ঠিত মোবাইল ও মালামালসহ আটক করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার নিশ্চিত করে জানান, তারা দুইজনই ডাকাত দলের সক্রিয় সদস্য। আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃত ওই দুইজনকে আদলতে সোপর্দ করা হবে।