• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় প্রতারণা মামলায় সিআইডির হাতে ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৪ মে ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতারণা মামলায় জাকির হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা সিআইডি পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত জাকিরকে আদালতে সোপর্দ করে। গতকাল সোমবার পৌর শহরের জুয়েনা গার্মেন্টস থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির হোসেন উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের ফজলুল হকের ছেলে।

সিআইডি পুলিশের এসআই রবিউল ইসলাম মামালার বরাত দিয়ে জানান, পূর্ব সেনের টিকিকাটা গ্রামের মৃত. আ. মজিদ হাওলাদারের মেয়ে স্বামী পরিত্যক্তা নাজমা বেগম আলমাস এর কাছ থেকে বকসির ঘটিচোরা গ্রামের আনোয়ার হোসেন ও জাকির হোসেন নামের দুই ভাই ৩.৩০ শতাংশ জমি বিক্রির বায়না বাবদ আড়াই লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে তারা জমি রেজিষ্ট্রি না দিয়ে তালবাহানা শুরু করে। এক পর্যায়ে ওই নারী জানতে পারেন অন্য আরেক নারীর কাছ থেকেও উক্ত জমি বাবদ দুই ভাই প্রতারণা করে টাকা গ্রহণ করেছেন। পরে জমি রেজিষ্ট্রি চাইলে স্বামী পরিত্যক্তা ওই নারীকে খুন জখমের হুমকি দেয়।

এ ঘটনায় নাজমা বেগম আলমাস বাদী হয়ে মঠবাড়িয়া থানায় দুই ভাইকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আনোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন। পরে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে জাকির হোসেনকে গ্রেপ্তার করে।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত জাকির হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।