• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আ.লীগ নির্বাচনে দুটি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে: নৌমন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুটি চ্যালেঞ্জ নিয়ে আওয়ামী লীগ সরকার কাজ করছে। একটি হলো উন্নয়নের ধারা অব্যাহত রাখা, অন্যটি স্বাধীনতাবিরোধী অপশক্তিকে দেশ থেকে চিরতরে নির্মূল করা।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় আসবে উল্লেখ করে শাজাহান খান বলেন, জাতির পিতার সোনার বাংলা গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া আওয়ামী লীগের মূল উদ্দেশ্য। জনগণ আবারও শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে।

বিএনপির অধিকাংশ আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া নিয়ে শাজাহান খান বলেন, ‘বিএনপি আদৌ নির্বাচনে আসবে কি না, এটা নিয়ে সন্দেহ রয়েছে। একাধিক প্রার্থীকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, এতে বোঝা যায় তাদের কোনো রাজনৈতিক আদর্শ নেই। বিএনপি ড. কামালকে নিয়ে যে ঐক্যফ্রন্ট করেছে, তাদের ভবিষ্যৎও আমি মনে করি অন্ধকার। ঐক্যফ্রন্ট দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনা তো দূরের কথা, তাদের আমাদের উন্নয়নের ধারাবাহিকতাকে কিছুক্ষণের জন্য থামিয়ে রাখার চেষ্টা।’

খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে নৌমন্ত্রী বলেন, বিএনপি ভালো করেই জানে, বিচার বিভাগ এখন স্বাধীন। বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। খালেদা জিয়া সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না—এটা আদালতের নিষেধজ্ঞা। এ বিষয় বিএনপি অভিযোগ আদালতে জানাবে। কিন্তু সরকার কাউকে আটকে রাখেনি, সরকার কাউকে সাজাও দেয়নি। সরকার কাউকে মুক্তও করতে পারে না।

আচরণবিধি লঙ্ঘন না হয়, সে ব্যাপারে প্রার্থী ও নেতা-কর্মীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, ‘নির্বাচন চলাকালে সবাইকে আচরণবিধি মেনে চলতে হবে। আচরণবিধি মেনে না চললে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমি নিজেও নির্বাচনী এলাকায় কোনো আচরণবিধি লঙ্ঘন করছি না। গাড়ির পতাকা গুটিয়ে আমার নির্বাচনী এলাকায় চলাফেরা করছি। যাঁরা শোডাউন, স্লোগান বা মিছিল করছেন, এটা সম্পূর্ণ তাঁদের ব্যাপার। আমার এলাকায় এসব করতে সম্পূর্ণ নিষেধ করেছি।’

সকাল ১০টার দিকে মাদারীপুর-২ (একাংশ সদর ও রাজৈর) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলামের কাছে মনোনয়ন ফরম জমা দেন।