• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

ইসলামে শূকর নিষিদ্ধের বিষয়টি যেভাবে সমর্থন করে বিজ্ঞান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

 

ইসলামে শূকর কেন নিষিদ্ধ করা হয়েছে তা ভেবেছেন কখনো? ইসলাম ধর্মে শূকরকে সবচেয়ে অপবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। এই প্রাণীকে সবচেয়ে অপবিত্র প্রাণী বিবেচনা করার বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। চলুন জেনে নিই বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা-

•    সবচেয়ে অপরিচ্ছন্ন প্রাণী শূকর। এরা যে কোনো কিছু খেতে পারে। বিশেষ করে বিভিন্ন ধরনের পোকা-মাকড় ও বিভিন্ন প্রাণীর পচা মাংস খেয়ে থাকে এরা। এমনকি নিজেদের মূত্রও নিজেরা পান করে।

•    অন্য যে কোনো প্রাণীর চেয়ে এদের মাংসে জীবাণু থাকে সবচেয়ে বেশি। ফলে এর মাংস খাওয়া খুবই বিপজ্জনক।

•    এটিই একমাত্র প্রাণী যেটি কখনো ঘামে না। ফলে এর শরীরের সব বিষাক্ত উপাদান মাংসে যুক্ত হয়।

•    এগুলো এতই বিষাক্ত হয় যে, অন্য কোনো ধরনের বিষ প্রয়োগ করে এদের সহজে মারা যায় না। অর্থাৎ, বিষও এদের কাছে কাবু হয়ে যায়।

•    যে কোনো বিষাক্ত সাপ এরা অনায়াসে খেয়ে ফেলতে পারে।

•    অন্য অনেক প্রাণীর মাংস নির্দিষ্ট তাপমাত্রায় রান্না করলে জীবাণুমুক্ত হয়। কিন্তু শূকরের মাংসের ক্ষেত্রে এমন কোনো নির্দিষ্ট তাপমাত্রা নেই।

•    শূকর ৩০ ধরনের রোগের জীবাণু বহন করে, যেগুলো সহজেই মানুষের শরীরে যেতে পারে।

এগুলো ছাড়াও শূকরের আরও অনেক নেতিবাচক দিক রয়েছে। যার কারণে এই প্রাণী থেকে দূরে থাকার নির্দেশনা দিয়েছে ইসলাম।