• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

যে কাজে লাগবে ওয়াই-ফাই ৬

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০  

গত বছর নতুন সংস্করণের ওয়াই-ফাই সংযোগের ধারণা প্রকাশ করে ওয়াই-ফাই অ্যালায়েনস। নাম দিয়েছে ‘ওয়াই-ফাই ৬’। এত দিন তা শুধু কাগজ-কলমেই সীমাবদ্ধ ছিল। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ১০ জানুয়ারি সমাপ্ত কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে ওয়াই-ফাই ৬ নির্ভর বেশ কিছু রাউটার ও অনুষঙ্গের দেখা মিলেছে। এর পর থেকে সবাই বলছেন, অবশেষে এল ওয়াই-ফাই ৬। বাংলাদেশে কবে আসবে বা এলে আদৌ আমরা সুফল পাব কি না, সেসব আলোচনা আপাতত থাক। আগে বরং জেনে নেওয়া যাক, নতুন প্রজন্মের ওয়াই-ফাই কী এবং কেন দরকার।

ওয়াই-ফাই ৬-এর কাজ কী?

এত দিন ওয়াই-ফাই যা করে এসেছে, ওয়াই-ফাই ৬ সে কাজটাই করবে। মানে ইন্টারনেটে যুক্ত হতে সাহায্য করবে। তবে নতুন কিছু প্রযুক্তি থাকায় গতি বাড়বে, সংযোগ আরো কার্যকর হবে।

গতি কত?

ওয়াই-ফাই ৫-এর সর্বোচ্চ গতি ছিল সেকেন্ডে ৩.৫ গিগাবিট। আর ওয়াই-ফাই ৬ দেবে সর্বোচ্চ ৯.৬ গিগাবিট গতি। এভাবে বললে অবশ্য উত্তরটা সঠিক হয় না। কারণ, সংখ্যা দুটি তাত্ত্বিক। আর এতটা গতি ঠিক কাজেও লাগে না।

প্রশ্নটা কি শুধু গতির?

ওয়াই-ফাই ৫ যখন এসেছিল, যুক্তরাষ্ট্রে বাড়ি প্রতিগড়ে পাঁচটি ওয়াই-ফাই যন্ত্র ছিল। এখন সংখ্যাটি বেড়ে ৯-এ দাঁড়িয়েছে। অনেক প্রতিষ্ঠান বলছে, বছর কয়েক পর আমাদের বাড়িতে গড়পড়তা ৫০টি ওয়াই-ফাইযুক্ত যন্ত্র থাকবে। একই নেটওয়ার্কে যুক্ত যন্ত্রের সংখ্যা যত বেশি হবে, নেটওয়ার্কের মান তত কমতে থাকবে। ওয়াই-ফাই ৬ সে নেটওয়ার্কের মান বাড়াবে। রাউটারকে একই সঙ্গে আগের চেয়ে বেশি যন্ত্রের সঙ্গে ডেটা আদান-প্রদান করতে সাহায্য করবে।

নতুন করে সংস্করণ নম্বর

হুট করে ‘ওয়াই-ফাই ৬’ শুনতে বেশ খটকা লাগে। সেই প্রথম থেকে এত দিন শুধু ‘ওয়াই-ফাই’ শুনে এসেছি। যাঁরা কারিগরি দিকটা বোঝেন, তাঁরা হয়তো ৮০২.১১জি, ৮০২.১১এ, ৮০২.১১এ বা এই জাতীয় শব্দগুলো জেনে থাকবেন। মূলত সেগুলোই ছিল ওয়াই-ফাইয়ের সংস্করণ নম্বর। সম্প্রতি ওয়াই-ফাই অ্যালায়েনস ব্যাপারটি সহজ করতে ১, ২, ৩...এমন সংস্করণ নম্বর দিয়েছে। সূত্র: দ্য ভার্জ।