• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

মঙ্গল থেকে নতুন ছবি পাঠাল চীনের রোবটযান ঝুরং

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১২ জুন ২০২১  

মঙ্গল জয়ের আশায় পৃথিবী থেকে একের পর এক রোবোযান যাচ্ছে লাল গ্রহটিতে। একটু প্রাণের অস্তিত্ব খুঁজে পেতে মরিয়া বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। 

বিকল্প পৃথিবী গড়ার স্বপ্নের জন্য সৌরজগতের চতুর্থ এই গ্রহটি নিয়েই মানুষের আগ্রহ সবচেয়ে বেশি। পারসেভারেন্সের পর এবার মঙ্গলের মাটি থেকে ছবি পাঠিয়েছে চীনের রোবোযান ঝুরং। যার মধ্যে আবার রয়েছে একটি সেলফিও।

রকেট চালিত প্ল্যাটফর্মের পিঠে চড়ে গ্রহটির ইউটোপিয়া প্লানিশা নামক ভূখন্ডে গত মাসের ১৫ তারিখে অবতরণ করে সৌরবিদ্যুতচালিত এই রোবট যান। ২৪০ কেজি ওজনের ঝুরংয়ের নাম দেওয়া হয়েছে দেশটির অগ্নিদেবতার নামে।

মঙ্গলে পৌঁছে রোভারটি সেলফি তোলার জন্য প্রথমে মাটিতে তারবিহীন একটি ক্যামেরা বসায়। এরপর ছয় চাকায় কিছুটা পিছিয়ে গিয়ে নিজের ছবি তোলে রোবোযানটি। ধুলোর ওপর রয়েছে তার ঘুরে বেড়ানোর চিহ্ন। একটি ছবিতে ঝুরংয়ের ডানদিকে দেখা যায় রকেট চালিত প্ল্যাটফর্মটি। এটি ছয় চাকার ঝুরংকে ভূমিতে ধীরে নামতে সহায়তা করেছে। প্ল্যাটফর্ম ও ঝুরং, দুটিতেই রয়েছে চীনের পতাকা। আরেক ছবিতে শুধু প্ল্যাটফর্মটি দেখা যায়। এ ছবিতে দেখা গেছে ঝুরংয়ের চাকার ছাপও। তবে অন্য ছবিতে চোখে পড়ে মঙ্গলের বিস্তীর্ণ দিগন্ত।

রোভার ঝুরংয়ের সাফল্য উদযাপনের জন্য শুক্রবার ছবিগুলো প্রকাশ করে চীনা স্পেস এজেন্সি। লাল গ্রহটিতে কখনো প্রাণের সঞ্চার হয়েছিল কি না, তা খুঁজে বের করা ঝুরংয়ের অন্যতম লক্ষ্য। বিজ্ঞানীরা আশা করছেন, বৈজ্ঞানিক গবেষণার কাজে যাওয়া ঝুরং মঙ্গলের বুক থেকে ৯০ দিন পর্যন্ত পাঠাতে পারবে গুরুত্বপূর্ণ অনেক তথ্য। সূত্র: বিবিসি, দ্য ভার্জ, ন্যাচার