• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

মুমিনুল-মিরাজের ব্যাটে বাংলাদেশের প্রতিরোধ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪  

প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর: চতুর্থ দিন- বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩১ ওভারে ১০৫/৬ (মুমিনুল ৩৯*, মিরাজ ২৩*, মাহমুদুল হাসান জয় ০, নাজমুল হোসেন শান্ত ৬, জাকির হাসান ১৯, দীপু ০, লিটন ০, তাইজুল ৬), লক্ষ্য ৫১১ রান।

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ১১০.৪ ওভারে ৪১৮/১০ ( রাজিথা ৪*; দিমুথ করুণারত্নে ৫২, নিশান মাদুশকা ১০, কুশল মেন্ডিস ৩, অ্যাঞ্জেলো ম্যাথুজ ২২, দিনেশ চান্ডিমাল ০, বিশ্ব ৪, ধনাঞ্জয়া ১০৮, প্রবাথ ২৫, লাহিরু ০, কামিন্দু ১৬৪) শ্রীলঙ্কার লিড ৫১০ রান।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৫১.৩ ওভারে ১৮৮/১০ (রানা ০*; জাকির ৯, শান্ত ৫, মুমিনুল ৫, জয় ১২, শাহাদাত ১৮, লিটন ২৫, তাইজুল ৪৭, মিরাজ ১১, শরিফুল ১৫, খালেদ ২২)।

শ্রীলঙ্কা ৬৮ ওভারে প্রথম ইনিংসে ২৮০/১০ (রাজিথা ৬*; মাদুশকা ২, মেন্ডিস ১৬, করুণারত্নে ১৭, ম্যাথুজ ৫, চান্ডিমাল ৯, কামিন্দু ১০২, ধনাঞ্জয়া ১০২, প্রবাথ ১, ফার্নান্ডো ৯, কুমারা ০)।  

৬১ রানে পড়ে ষষ্ঠ উইকেট। তার পর প্রতিরোধ গড়েছেন মেহেদী হাসান মিরাজ ও মুমিনুল হক। তাদের ব্যাটে দলের স্কোর একশ ছাড়িয়েছে। পঞ্চাশ ছাড়িয়েছে জুটিও।

সিলেটে ৫১১ রানের অসম্ভব লক্ষ্যের সামনে তৃতীয় দিনেই বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। ৫ উইকেটে ৪৭ রান নিয়ে চতুর্থ দিনে তারা খেলতে নামে। নিশ্চিত পরাজয়ের সামনে দেখার ছিল এদিন তারা কতক্ষণ টিকতে পারে। কিন্তু তৃতীয় ওভারেই ষষ্ঠ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোরার ও নাইটওয়াচম্যান দ্বিতীয় ইনিংসে তেমন কিছু করতে পারলেন না। রাজিথার বলে এলবিডাব্লিউ হয়ে ৬ রানে আউট হয়েছেন। রক্ষা পেতে রিভিউ নিয়েছিলেন তিনি। তাতেও লাভ হয়নি।  হার একপ্রকার নিশ্চিত, ব্যবধানটা বাংলাদেশ কত কমাতে পারে এখন সেটাই দেখার।

এর আগে কামিন্দু মেন্ডিসের ১৬৪ ও ধানঞ্জয়া ডি সিলভার ১০৮ রানে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে লিড পায় ৫১০ রানের। তারা ৪১৮ রানে অলআউট হয়েছে। বাংলাদেশের পক্ষে এই ইনিংসে সর্বোচ্চ চার উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।