• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

মেসি নেই, গ্রিজমানেই শেষ রক্ষা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

পুরো খেলায় আধিপত্য বার্সেলোনারই; বলের দখল প্রায় ৮০ শতাংশ। তবু খেলার শুরুতেই গোল হজম করে বসে মেসিহীন বার্সেলোনা। নবম মিনিটে জোসেপ মার্টিনের গোলে এগিয়ে যায় ইবিজা। বার্সার হয়ে গোলের মূল দায়িত্ব যেই গ্রিজমানের কাঁধে, প্রথমার্ধে তিনি তো বলই পেলেন না! গোল তো দূরের বাতিঘর। প্রথমার্ধের পুরোটা সময়ে সব মিলিয়ে মাত্র ১৮ বার বলের দখল নিতে পেরেছেন ফরাসি এই তারকা। এর মধ্যে একটিবারের জন্যও গোলমুখে শট নিতে পারেননি। এরপর আবার তিনবার তার কাছ থেকে বল কেড়ে নেয় প্রতিপক্ষের খেলোয়াড়েরা। তবে শেষতক গ্রিজমানের জোড়া গোলেই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

প্রথমার্ধে ব্যর্থতার পর বার্সার নতুন বস সেতিয়েন কিন্তু গ্রিজমানের ওপরই ভরসা রেখেছেন। শেষ পর্যন্ত গ্রিজমানই দিয়েছেন গুরুর আস্থার প্রতিদান। দ্বিতীয়ার্ধে গ্রিজমানের জোড়া গোলে শেষ রক্ষা হয় কাতালানদের। ডি জংয়ের রক্ষণচেরা পাসে বাঁ পায়ের জাদু দেখান গ্রিজমান। ম্যাচের ৭২তম মিনিটে ডি জংয়ের কাছ থেকে বল পেয়ে জালে জড়াতে কোনো সমস্যাই হয়নি বার্সেলোনার ফরাসি তারকার। সমতায় ফিরে ইবিজাকে আরও চেপে ধরে সেতিয়েন শিষ্যরা।

পরপর বেশ কটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন গ্রিজমানরা। এ দিকে নির্ধারিত সময়ের খেলাও শেষ। ম্যাচের অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় জর্ডি আলবার বাড়ানো বলে জোড়া গোল পূরণ করেন গ্রিজমান। গ্রিজমানের দ্বিতীয় গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রতিযোগিতার সবচেয়ে সফল দলটি। এ জয়ে প্রতিযোগিতার শেষ ষোলোয় জায়গা করে নিল স্প্যানিশ জায়ান্টরা।