• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

কোয়ার্টার ফাইনালের পথে ম্যান সিটি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১  

জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে এক পা দিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি।  এ ম্যাচে দলের হয়ে একটি করে গোল করেন বার্নারদো সিলভা এবং গ্যাব্রিয়েল জেসুস।

বুধবার রাতে শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকলেও বলার মতো আক্রমণ করে উঠতে পারছিল না পেপ গার্দিওলার শিষ্যরা।  

২৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সফরকারীরা। জোয়াও কানসেলোর ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে ঠিকানা খুঁজে নেন সিলভা।

৪৩ বছর পর ইউরোপ সেরার প্রতিযোগিতার নকআউট পর্বে খেলা মনশেনগ্লাডবাখ প্রথমার্ধে গোলের উদ্দেশে কোনো শটই নিতে পারেনি।  ঘর সামলাতে ব্যতিব্যস্ত বুন্ডেসলিগার দলটির সব খেলোয়াড় অধিকাংশ সময়ই ছিল নিজেদের সীমানায়।

তবে দ্বিতীয়ার্ধের খেলায় সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠে জার্মান ক্লাবটি। ৬২তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল। সতীর্থের ক্রসে ডি-বক্সে ফরাসি ফরোয়ার্ড আলেসান প্লার ব্যাকহিল ফ্লিকে পোস্টের সামান্য বাইরে দিয়ে যায় বল।

৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। এরপর আর কোনো গোল হয়নি। ফলে ২-০ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

আগামী ১৬ মার্চ ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে হবে দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। সেরা আটে উঠতে জার্মান ক্লাবটিকে জিততে হবে তিন গোল ব্যবধানে।