• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮  

প্রথম টেস্টে ইমরুল কায়েসকে ধাক্কা মেরে এক টেস্টের জন্য নিষিদ্ধ হওয়া শ্যানন গ্যাব্রিয়েলের জায়গায় দলে ফিরেছেন আরেক পেসার শারমন লুইস। ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন এই একটি। 
 
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট, কাইরন পাওয়েল, শেই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেইস, শিমরন হেটমায়ার, শেন ডাওরিচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিক্যান, শারমন লুইস, কেমার রোচ।

সাদমানের অভিষেক, ফিরলেন লিটন 
 
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলে একটি পরিবর্তন নিশ্চিত ছিল। ব্যাটিংয়ে শক্তি বাড়াতে আনা হল দুটি পরিবর্তন। অভিষেক হচ্ছে বাঁহাতি ওপেনার সাদমান ইসলামের। সৌম্য সরকারের সঙ্গে ইনিংস শুরু করবেন তিনি। 
 
অনুশীলনে চোট পাওয়া মুশফিকের ‘ব্যাক আপ’ হিসেবে পরে দলে আসা লিটন দাস ঢুকে গেছেন একাদশেও। ওপেনিংয়ে ব্যাটিং ব্যর্থতায় বাদ পড়া এই তরুণ ব্যাট করবেন মিডল অর্ডারে। 
 
চোটের জন্য আগেই ছিটকে গেছেন ওপেনার ইমরুল কায়েস।
 
চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র চার ওভার বোলিং করা মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো বিশেষজ্ঞ পেসারকে ছাড়া টেস্ট খেলতে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় টেস্টেও টস জিতলেন সাকিব আল হাসান। চট্টগ্রামের মতো ঢাকায়ও ব্যাটিং নিলেন বাংলাদেশ অধিনায়ক।
 
উইকেট দেখে শুষ্ক মনে হয়েছে সাকিবের কাছে। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার প্রথম ইনিংসে সতীর্থদের কাছে চেয়েছেন বড় সংগ্রহ।
 
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট মনে করেন, পিচে সহায়তা থাকবে স্পিনারদের জন্য। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ের জন্য খারাপ হতে থাকবে উইকেট।  
 
হোয়াইটওয়াশের লক্ষ্য বাংলাদেশের
 
সিরিজ জেতার নিরাপদ পথ জানা আছে সাকিব আল হাসানের। তবে অধিনায়ক হাঁটবেন না সেই সরল পথে। ব্যাটিং সহায়ক উইকেটে খেলে ঢাকা টেস্ট ড্র করে ১-০ ব্যবধানে সিরিজ জেতায় আগ্রহ নেই বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। ঢাকা টেস্টে জিতে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করতে চান ওয়েস্ট ইন্ডিজকে।
 
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সকাল সাড়ে নয়টায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রাম টেস্ট ৬৪ রানে জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
 
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয়েছিল বাংলাদেশ। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে সেই যন্ত্রণা ফিরিয়ে দিতে উন্মুখ সাকিব। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। অধিনায়ক মনে করেন, দেশের মাটিতেও একই ফল সম্ভব।
 
ঢাকা টেস্টে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী উইন্ডিজ
 
সিরিজ হার এড়াতে জয়ের বিকল্প নেই। সম্ভাব্য টার্নিং উইকেটে বাংলাদেশের চার স্পিনারের সামনে জয়ের চ্যালেঞ্জও কঠিন। তবে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের দাবি, চাপে নেই ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ঘুরে দাঁড়াতে তারা আত্মবিশ্বাসী।
 
চট্টগ্রামে মূলত ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর টেস্ট শুরুর আগের দিন ব্র্যাথওয়েট জানান, জেতার জন্য করণীয়টুকু তারা জানেন।
 
চট্টগ্রামে দুই ইনিংস মিলিয়ে ২০টি উইকেটই স্পিনারদের কাছে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে স্পিন সামলাতে দলীয় পরিকল্পনা যেমন আছে, তেমনি ব্যাটসম্যানদের নিজস্ব পরিকল্পনার বাস্তবায়নও দেখতে চান ক্যারিবিয়ান অধিনায়ক।