• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সাকিবের বিতর্কিত আউটে টুইটারজুড়ে সমালোচনা, পাকিস্তানের লক্ষ্য ১২৮

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২  

দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাট হাতে নেমেছিলেন কাপ্তান সাকিব আল হাসান। তবে শাদাবের ফুললেংথের বলে খেলতে গিয়ে পরাস্ত হন সাকিব। জোড়ালো আবেদনের পর বাংলাদেশ অধিনায়ককে এলবিডব্লু দেন আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক। তবে সেটিও বেশ খানিকটা সময় পর। যা নিয়ে বিতর্ক চলছে টুইটারজুড়ে।

আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টকের সিদ্ধান্তে অবাক সাকিব রিভিউ নিয়েছিলেন সঙ্গে সঙ্গেই। টিভি রিভিউতেও স্পষ্ট দেখা গেছে, সাকিবের বুটে বল লাগার আগে আল্ট্রা এজে স্পাইক ছিল। তবে থার্ড আম্পায়ারের দাবি, সে স্পাইক ব্যাট মাটিতে লাগার কারণে। যে ফ্রেমে স্পাইক প্রথম দেখা গেছে, বল তখনো ব্যাটের পাশে যায়নি বলে সিদ্ধান্ত তার। ইমপ্যাক্টও ছিল ৩ মিটারের বাইরে।

এদিকে টিভি আম্পায়ারের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন ভারতের ধারাভাষ্যকার হারশা ভোগলে। টুইটারে তিনি লিখেছেন, 'এটি পাকিস্তানের জন্য একটি ভাগ্যবান উইকেট।'

ভারতের এক স্পোর্টস সাংবাদিক জয় ভট্টাচার্য টুইটারে লিখেছেন, 'টিভি আম্পায়ার ল্যাংটন রুসেরে, তোমাকে এর জবাবদিহি করতে হবে।'

এদিকে এক টুইটার ব্যবহারকারী শিহাব খান লিখেছেন, ‘এটি নট আউট, নট আউট, নট আউট।’

প্যাভিলিয়নে ফেরার পথে সাকিব আম্পায়ারের সঙ্গে আলোচনাও করেছেন। সাকিবের উইকেটের আগের বলেই সৌম্য সরকারের উইকেট নিয়েছিলেন শাদাব খান। তবে আফিফের উইকেট নিয় হ্যাটট্রিকও করতে পারতেন পাক এই স্পিনার। তবে তা হয়নি।

শুরুর মতো হলো না শেষটা। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত কিংবা সৌম্য সরকাররা যেভাবে শুরু করেছিলেন, কিংবা প্রথম ১০ ওভার যেভাবে খেলেছিলো বাংলাদেশ, শেষটা তেমন হলো না। বাংলাদেশের রান যেখাকে কম করে ১৫০ হওয়ার কথা, সেখানে হলো কেবল ১২৭।

ডেথ ওভারে বাংলাদেশের ব্যাটিং আগের মতোই থেকে গেলো। বরাবরই ডেথ ওভারে ভালো বোলিং করে থাকে পাকিস্তানি বোলাররা। এবারও তাই করলো। চেপে ধরলো বাংলাদেশকে। যার ফলে কাংখিত স্কোরটা হলো না। ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ থেমে গেরো ১২৭ রানে।

অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে মাত্র ১২৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে সাকিব আল হাসানের দল।