• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে

জেলের জালে ধরা পড়ল সি ব্রিম মাছ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১ জুন ২০২৩  

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আবদুল মান্নান (৫০) নামে এক জেলের জালে ধরা পড়েছে সি ব্রিম প্রজাতির একটি মাছ। সাদা, হলুদ, কালো ও আকাশি বর্ণের দেখতে এ মাছটি বুধবার (৩১ মে) দুপুরে বুড়োজালিয়া সংলগ্ন রাবনাবাদ নদী মোহনায় ধরা পড়ে। এর ওজন ছিল ৩৫০ গ্রাম। এই প্রজাতির মাছ এর আগে কখনো পটুয়াখালী উপকূলে ধরা পড়েনি বলে জানিয়েছেন জেলেরা।

জেলে আবদুল মান্নান জানান, বুধবার দুপুরে লালুয়া ইউনিয়নের বুড়োজালিয়া গ্রামের আবদুল মান্নান ও রিপন হাওলাদারকে নিয়ে নৌকায় রাবনাবাদ নদী মোহনায় মাছ শিকারে যান তিনি। নদীতে জাল ফেলার কিছু সময় পর জালের ফাঁসে আজব এক মাছ ঝুলতে দেখেন তারা। বিষাক্ত ভেবে প্রথমে ছুঁতে না চাইলেও পরে কাপড় দিয়ে ধরে মাছটি নৌকায় তুলে নেন তারা। মাছটি গ্রামে আনা হলে মুহূর্তেই উৎসুক মানুষ ভিড় জমান সেটি দেখতে।

স্থানীয় বাসিন্দারা কেউ চিনতে না পারায় এবং ক্রেতা না থাকায় মাছটিকে পরে নদীতে ফেলে দেন জেলেরা।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এটি সি ব্রিম প্রজাতির একটি সামুদ্রিক মাছ। প্রবাল দ্বীপ এলাকায় এদের পাওয়া যায়। এর বৈজ্ঞানিক নাম Acanthurus lineatus। একেকটা মাছ ৪ থেকে ৫ কেজি পর্যন্ত হতে পারে। একটি মাত্র কাঁটাযুক্ত মাছগুলো থাইল্যান্ডে জনপ্রিয় একটি খাবার। এরা বিভিন্ন কালারের হয়ে থাকে। তবে বাংলাদেশের কক্সবাজার এলাকায় মাঝেমধ্যে এই মাছ দেখা যায় এবং ফিশ ফ্রাই দোকানে বিক্রি হয়ে থাকে।

তিনি বলেন, ‘কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এর আগে এই মাছ ধরা পড়েছি কি না, সেটা আমার জানা নেই।’