• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে

পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯  

 

  

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ। গতকাল সন্ধ্যায় জেলা পুলিশের আয়োজনে ৩৭জন পুলিশ ও ২জন সাংবাদিক মোট ৩৯ জন মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (অপরাধ ও প্রশাসন ), জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা এম এ রাব্বানি ফিরোজ , পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু প্রমুখ।

পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এসময় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের ডাকে মুক্তিযোদ্ধারা যুদ্ধে অবতারিত হন। তাদের ত্যাগের কারনে আজ আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি, নিজেদের মত প্রকাশ করতে পারছি এবং স্বাধীনভাবে ভাবতে পারছি। এই বিজয়ের দিনে সকলে এক হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যে চেষ্টা ছিল সেই লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) কে. এম মোস্তফা স্বপন সহ জেলা পুলিশের সকল কর্মচারী ও সাংবাদিকবৃন্দ। পরে উপস্থিত ৩৯ জন মুক্তিযোদ্ধাদের হাতে ফুল, ক্রেষ্ট ও উপহার তুলে দেয়া হয়।