• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বিশ্ব মানবতার কণ্ঠস্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা: পলক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১  

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে ভাষণ দেন। বিশ্ব মানবতার কন্ঠস্বর হিসেবে মানবতার পক্ষে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও জাতিসংঘে ভাষণ দিয়েছেন। 

শনিবার দুপুরে সিংড়া উপজেলা চত্বরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র সজিব ওয়াজেদ জয় এর ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে করোনাকালীন সময়েও অনলাইনে ক্লাস হয়েছে। ২০১৬ সালে ই-নথি উপহার দিয়েছেন তিনি। ভার্চুয়াল কোর্ট পরিচালনার মাধ্যমে দেড় লাখের বেশি মামলা পরিচালনা করা সম্ভব হয়েছে।  

প্রতিমন্ত্রী বলেন, কোরবানির হাটে অনলাইনে ৪ লাখ পশু বিক্রি হয়েছে। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। করোনা মোকাবিলা এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ বিশ্বের ৫টি দেশের মধ্যে অন্যতম।  

পলক আরো বলেন, করোনাকালীন ১৮ মাসে দুস্থ ও অসহায় মানুষের পাশে সিংড়া উপজেলার জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগসহ সব অঙ্গসংগঠন ছিল। ৩৩৩ -এ ফোন করে মানুষ খাদ্য সামগ্রী পেয়েছে। অনলাইনে ৭০ হাজার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে সিংড়া উপজেলা চত্বরে প্রতিবন্ধী ১২ জনকে হুইল চেয়ার প্রদান ও ২৫শ’ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। পরে ৫ হাজার গাছের চারা ও ৫টি সেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ করা হয়।