• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

৮ মাস জাটকা ধরায় নিষেধাজ্ঞা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২  

মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষ হতে না হতেই মঙ্গলবার (১ নভেম্বর) থেকে ৮ মাস নদী ও সমুদ্রে জাটকা ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিয়ে জেলেরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। জেলেদের পুনর্বাসনে সরকারি সামান্য যা বরাদ্দ থাকে তা আবার প্রকৃত জেলেদের কাছে পৌঁছায় না। এ বছর জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা।

কাঙ্ক্ষিত প্রচার অভিযান ও জেলেদের পুনর্বাসন না থাকায় সরকারের এ জাটকা সংরক্ষণ কার্যক্রম ব্যর্থ হওয়ার আশঙ্কা মৎস্যজীবীদের। সরকারিভাবে জেলায় ৮৯ হাজার নিবন্ধিত জেলের মধ্যে চার মাস ৫৯ হাজার জেলেকে পুনর্বাসনে মাসে ৪০ কেজি করে চাল দেয়া হলেও বাকি চার মাসে কোনো সহযোগিতা দেয়া হয় না।

এদিকে জেলেদের পুনর্বাসনে সরকারি সামান্য যা বরাদ্দ থাকে চেয়ারম্যান ও মেম্বারদের স্বজনপ্রীতির কারণে তা আবার পৌঁছে না প্রকৃত জেলেদের কাছে। জেলেরা সাগরে কিংবা নদীতে মাছ ধরতে গেলে জালে দু-একটা জাটকা ধরা পড়বেই। সেই জাটকা নিয়ে এলে তখন তাদের জেল-জরিমানা গুণতে হয়। এভাবেই কষ্টের কথা শোনালেন জেলেরা।

এ বছর জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করতে ৮ মাসে (১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত) শতভাগ জেলেকে চাল দেয়ার আশ্বাস দিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল ইসলাম।

পটুয়াখালী জেলায় এক লাখ জেলে রয়েছেন এর মধ্যে নিবন্ধিত ৮৯ হাজার জেলে এ ৮ মাসে চার মাস ৪০ কেজি করে সরকারিভাবে ভিজিএফ চাল পেয়ে থাকেন।