• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে

বিয়ের দেড় মাসে আদালতে গেলেন নববধূ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ মার্চ ২০২৪  

বিয়ের ৪২ দিন পর দুই লাখ টাকা যৌতুক চাওয়ার অভিযোগে স্বামী রাজিবুল ইসলামের নামে আদালতে মামলা করেছেন সাবিনা বেগম নামে এক নববধূ।

বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ সোমবার আসামির বিরুদ্ধে সমনজারির আদেশ দিয়েছেন।

রাজিবুল ইসলাম বাঘারপাড়া উপজেলার মহিরণ গ্রামের দক্ষিণপাড়ার কায়েম আলী মোল্যার ছেলে। সাবিনা বেগম সদর উপজেলার রূপদিয়া গ্রামের মৃত মতি শেখের মেয়ে।

মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ২১ জানুয়ারি এক লাখ এক টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। বিয়ের সময় একটি মাইক্রোবাস ক্রয়ের জন্য সাবিনার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন রাজিবুল। ওই সময় পৈতৃক জমি বিক্রি করে রাজিবুলকে তিন লাখ টাকা যৌতুক হিসেবে প্রদান করা হয়।

যৌতুকের বাকি দুই লাখ টাকার জন্য বিয়ের কয়েকদিনের মধ্যে সাবিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন রাজিবুল। যৌতুকের টাকা না পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি সাবিনাকে মারপিটের পর একবস্ত্রে পিতার বাড়ি তাড়িয়ে দেন।

২৮ ফেব্রুয়ারি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে রাজিবুলকে তার (সাবিনা) পিতার বাড়িতে ডেকে নেয়া হয়। এসময় যৌতুক ছাড়া সাবিনাকে নিয়ে আর সংসার করবেন না বলে চলে যান রাজিবুল।

পরে পারিবারিকভাবে আলোচনা করে সোমবার আদালতে মামলা করেন নববধূ সাবিনা।