• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে

স্যাভলনের নামে সাভরন বিক্রি : ৪ দোকানকে আড়াই লাখ টাকা জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১১ জুন ২০২০  

বিএসটিআইয়ের ট্যাগবিহীন নকল হ্যান্ডওয়াশ ও অনুমোদনহীন স্যানিটাইজার বিক্রয়ের অভিযোগে রাজধানীর নিউ মার্কেটে অভিযান পরিচালনা করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অভিযানকালে ৪টি দোকান থেকে আনুমানিক পাঁচ লাখ টাকার নকল ও বিএসটিআইয়ের অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ডওয়াশ জব্দ করেছে র‌্যাব। পরে সেখানে র‍্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৪টি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেন।

বুধবার (১০ জুন) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত র‌্যাব-৪ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. শাহাব উদ্দিন বলেন, ‘কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী নকল স্যানিটাইজার, লিকুইড অ্যান্টিসেপটিক বাজারজাত করে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বুধবার বিকেলে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার রিফাত বাশার তালুকদারের নেতৃত্বে একটি দল রাজধানীর নিউমার্কেটে অভিযান পরিচালনা করা হয়।’

মেসার্স জননী হার্ডওয়ার স্টোর, খায়ের হার্ডওয়ার স্টোর, কুমিল্লা হার্ডওয়ার স্টোর এবং হক অ্যান্ড ব্রাদার্স দোকানে দেখা যায় এসিআই কোম্পানির স্যাভলন পণ্যের স্বরূপ সালভন (salvon) ও সাভরন (savron) নামে বিক্রি করা হচ্ছে। এজন্য ১৯৪০ সালের ওষুধ আইনের ১৮ (বি) ধারায় মেসার্স জননী হার্ডওয়ার স্টোরের মালিক মো. আকতার হোসেনকে (৩৫) ৫০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

একইভাবে পণ্য বিক্রি করায় খায়ের হার্ডওয়ার স্টোরের মালিক আবুল খায়েরকে এক লাখ টাকা, কুমিল্লা হার্ডওয়ার স্টোরের মালিক মো. আবুল কালামকে ৫০ হাজার এবং হক অ্যান্ড ব্রাদার্স দোকানের মালিক মো. মোশারফ হোসেনকে (২৭) ৫০ হাজার টাকা জরিমানা করা করা হয়।

এছাড়া ওই চার দোকান থেকে ৫ লাখ টাকা সমমূল্যের এসিআই কোম্পানির স্যাভলন পণ্যের স্বরূপ সালভন (salvon) ও সাভরন(savron) নামের নকল পণ্য জব্দ করা হয়।