• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে

‘সচিব’ ‘পুলিশ কর্মকর্তা’ পরিচয়ে প্রতারণা করতেন শাহাদৎ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ জুলাই ২০২০  

যশোরের গোয়েন্দা পুলিশ শেরপুর থেকে প্রতারক এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার দুইজন হচ্ছেন শেরপুর জেলার শ্রীবরদি থানা এলাকার বালিয়াচন্ডি গ্রামের শাহাদৎ হোসেন ও তার স্ত্রী নামজা বেগম। শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে পুলিশ সুপার আশরাফ হোসেন নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার জানান, এ দম্পতিসহ একটি চক্র ২০১৩ সাল থেকে দেশের বিভিন্ন জেলায় সচিব ও পুলিশ কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও চাকরি পাইয়ে দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।

বিষয়টি যশোর পুলিশের নজরে আসলে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করে অনুসন্ধান চালিয়ে তাদের পরিচয় শনাক্ত করে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে শেরপুরের শ্রীবরদি থানার বালিয়াচন্ডি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২০১৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রপতির পিএস ও পুলিশ কনস্টেবল পরিচয় দিয়ে সরকারি ও বেসরকারি ব্যক্তির কাছ থেকে সশরীরে ও মোবাইল ফোনের বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ পাওয়া যায়।

তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন সেট, আটটি সিম কার্ড, দুইটি চাকরির আবেদনপত্র ও সিএমপি’র অফিসিয়াল ফাইল কভার উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, শাহাদৎ হোসেন শাহা, শাহাদৎ জামান, কনস্টেবল জামান, সচিব মঞ্জুরুল ইসলাম ও সচিব গোলাম কিবরিয়া হিসেবে নিজের পরিচয় দিয়ে প্রতারণা করতেন।