• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে

রাজধানীতে এক জঙ্গি গ্রেফতার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০  

রাজধানীর মগবাজার এলাকা থেকে মো. মিজানুর রহমান মিজান (৩০) নামে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।
সোমবার র‍্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরি এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল (রোববার) হাতিরঝিল থানার মগবাজারের মধুবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৪।

এ সময় তার কাছ থেকে আনসার আল ইসলামের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, ল্যাপটপ, সিপিইউ, পেনড্রাইভ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মো. মিজানুর রহমান নিষিদ্ধঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

আসামিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জিয়াউর রহমান চৌধুরি জানান, আসামি গত ৩ বছর ধরে আনসার আল ইসলামের সঙ্গে জড়িত। নিয়মিতভাবে সহচরদের সঙ্গে গোপন বৈঠকের পাশাপাশি চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করছিল মিজান।

তিনি বলেন, গ্রেফতার আসামি আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আনসার আল ইসলামের সঙ্গে জড়িত থাকার অপরাধে গ্রেফতার হয়েছিল। তার কাছ থেকে আনসার আল ইসলামের বর্তমান কার্যক্রম সম্পর্কে অনেক গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্যাদি পাওয়া গেছে।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তার অন্যান্য সহচরদের গ্রেফতার করার জন্য নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।