• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে

ঢাকায় ট্রাকে করে গাঁজা সরবরাহ করত তারা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ মে ২০২১  

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় গাঁজা পরিবহনে একটি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আব্দুল হালিম (৪১) ও মো. শরিফ আহমেদ (৪০)।

শুক্রবার (৭ মে) রাতে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৬ কেজি গাঁজাসহ মো. আব্দুল হালিম ও মো. শরিফ আহমেদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, দুইটি মোবাইল ফোন ও নগদ- ৯ হাজার নয়শ টাকা জব্দ করা হয়।

jagonews24.com

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।