• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ায় স্কুলশিক্ষিকা হত্যায় ভাতিজা নিশাত আটক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২  

কুষ্টিয়ার আলোচিত স্কুলশিক্ষিকার হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে মূল রহস্য উদঘাটন ও নিহতের ভাজিতা নওরোজ কবির নিশাতকে (১৯) আটক করেছে কুষ্টিয়া জেলা পুলিশের একটি বিশেষ টাস্কফোর্স টিম।  

পুলিশ জানায়, রবিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এই হত্যাকাণ্ডের খবর পেয়ে কুষ্টিয়া জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করেন পুলিশ সুপার খাইরুল আলম। পরে তার নেতৃত্বে ওই বিশেষ টিম হত্যাকাণ্ডে জড়িতকে শনাক্ত ও আটকের জন্য জোর তদন্ত শুরু করে। তারই পরিপ্রেক্ষিতে নিশাতকে শনাক্তের পর আটক করা হয়।

পুলিশ জানায়, নওরোজ কবির নিশাত মাদক ও জুয়ায় আসক্ত। রোকসানা খানম কিছুদিন আগে নিজ ভাইয়ের ছেলে অর্থাৎ তার ভাতিজা নিশাতকে এক লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল কিনে দেন। কিন্তু নিশাত অনলাইনে জুয়া খেলায় হেরে সেই মোটরসাইকেলটি বিক্রি করে দেন। রোকসানা বিভিন্নভাবে নিশাতকে বোঝানোর চেষ্টা করতেন। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে যখন রোকসানা তার ভাতিজা নিশাতকে বকাবকি করেন, তখনই নিশাত উত্তেজিত হয়ে রান্নাঘর থেকে শিল এনে রোকসানা খানমের মাথায় আঘাত করেন। এতে রোকসানা মাটিতে লুটিয়ে পড়েন। নিশাত ঘটনাকে ভিন্নখাতে নিতে ঘরবাড়ির আসবাব এলোমেলো করে দেন। হত্যার পর নিশাত বাসার বারান্দার ওপরে থাকা বড় একটি গোলাকার ফুটো দিয়ে বের হয়ে যান এবং পরদিন সকালে রোকসানার মৃত্যুর কথা সবাইকে জানান।

উল্লেখ্য, রোকসানা খানম নিঃসন্তান হওয়ায় তার ছোট ভাইয়ের ছেলে নিশাতকে দ্বিতীয় শ্রেণি থেকে নিজের কাছে রেখে নিজের সন্তানের মতো লালন-পালন করে আসছিলেন। পুলিশ হত্যায় ব্যবহৃত শিলটি ওই বাড়ি থেকে উদ্ধার করেছে।