• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত

চালুর অপেক্ষায় মেট্রোরেল, চলছে সমন্বিত ট্রায়াল

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২  

একমাসের মধ্যেই বাণিজ্যিক যাত্রায় যাবে মেট্রোরেল। দিনরাত চলছে সমন্বিত ট্রায়াল। ব্যবস্থাপনার জন্য থাকছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। আর সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে তিনশ সদস্য চেয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। ডিসেম্বরে চালু হওয়ার আগেই মেট্রো পুলিশ এবং এক বছরের পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য এক হাজার কোটি টাকা চাওয়া হয়েছে।

এখন শুধু দিন গুনে অপেক্ষার পালা। দিনরাত এক করে চলছে কাজ। প্রথম যাত্রায় নটি স্টেশনের মধ্যে এরই মধ্যে সব কটির কাজ প্রায় শেষ। চলছে ভেতরের কাজ। প্রথম তিনটি স্টেশনে সাইনেজ বাদে বাকি সবই পুরোপুরি তৈরি। বসেছে টিকিট বুথও।

এদিকে যে দশটি ট্রেন দিয়ে যাত্রা শুরু হবে মেট্রোরেল, দিনরাত চলছে তার সমন্বিত ট্রায়াল রান। সব শেষ পরীক্ষামূলক চলাচলও হবে এ মাসেই। কর্তৃপক্ষ বলছে, ১৫ দিন সময় নিয়ে সেই পাঠ চুকিয়ে ফেলবেন তারা।

পাশাপাশি শুরুর আগেই প্রকল্পের জন্য আলাদা আইলশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় সাড়ে তিনশ সদস্য চাওয়া হয়েছে বলে জানান ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

তিনি আরও বলেন, এছাড়া এক বছরের পরিচালন ব্যয়ের জন্য দরকার এক হাজার কোটি টাকা। সরকারের সংশ্লিষ্ট দফতরে সেই অর্থের জন্য আবেদনও করা হয়েছে।

আসছে ডিসেম্বরেই চালু হবে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন এমআরটি লাইন সিক্স-এর একাংশ।

এদিকে আগামী ১৬ ডিসেম্বরের পর রাজধানীতে মেট্রোরেল চালু হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (৭ নভেম্বর) গণভবনে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।