• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পাবলিক প্রাইভেট পার্টনারশিপ শীর্ষক পায়রা বন্দরে কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪  

পায়রা বন্দর কতৃপক্ষের কর্মকর্তাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বিষয়ে বাস্তব ধারণা অর্জন ও এবিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) এর  উদ্যোগে আজ (১৮ ফেব্রুয়ারী ২০২৪ খ্রি.) বন্দরের কনফারেন্স কক্ষে  দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেণ পায়রা বন্দর কতৃপক্ষের মান্যবর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী, বিএন। প্রধান অতিথি এবং মূখ্য আলোচক ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব এবং পিপিপি অথরিটির সিইও (CEO) ড. মো: মুশফিকুর রহমান।

আরও উপস্থিত ছিলেন মো: আবুল বাসার অতিরিক্ত সচিব ও ডিরেক্টর জেনারেল (DG) পিপিপি অথরিটি, কমডোর রাজীব ত্রিপুরা, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন),পাবক, ক্যাপ্টেন মোহাম্মদ মুনিরুজ্জামান, পিডি (ডিআইএসএফ),পাবক, মো. নাসির উদ্দীন, পিডি (পিপিএফটি),পাবক, আজিজুর রহমান, উপপরিচালক (ট্রাফিক), পাবক, তায়েবুর রহমান,   উপপরিচালক (প্রশাসন),পাবক,  ও লে. কমান্ডার রিফাত মাহমুদ, উপপরিচালক (নিরাপত্তা) সহ পায়রা বন্দরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) পায়রা বন্দরে কন্টেইনার টার্মিনাল নির্মাণ করতে আগ্রহী। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ পিপিপি মডেলে একটি কন্টেইনার  টার্মিনাল নির্মাণ ও পরিচালনার বিষয়ে পিপিপি অথরিটি'র সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

আধুনিক বন্দর নির্মাণ ও অপারেশনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল বর্তমানে বিশ্বব্যাপি খুবই জনপ্রিয় একটি মডেল। বর্তমানে  পিপিপি মডেলে ইউরোপ আমেরিকাসহ  পৃথিবীর বিভিন্ন দেশে অনেক  টার্মিনাল নির্মান ও পরিচালনা করা হচ্ছে। উন্নত বিশ্বের মত বাংলাদেশে পিপিপি মডেল এখনো ততটা বিস্তার লাভ করেনি।