• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় ৪ লাখ ১২ হাজার ৬০ জন শিক্ষার্থী পেল নতুন বই

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৪  

মঠবাড়িয়া  প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই ৪ লাখ ১২ হাজার ৬০ জন শিক্ষার্থী পেল নতুন বই। উপজেলা প্রশাসন সোমবার (১ জানুয়ারি‘২৪) সকালে পৌর শহরের সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় উৎসবের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ শুরু করেন। সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের।

সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকন, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোপাল চন্দ্র শাীল প্রমুখ।

এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয় গুলোতে ফুলের মোড়কে বইগুলো সাজিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। নতুন বই পেয়ে মহা খুশিতে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা নতুন বই বুকে চেপে উচ্ছাসিত শিশুরা বাড়ি ফিরেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের জানান, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৮ হাজার ৪'শ ৫৮ জন শিক্ষার্থী এবং মাধ্যমিক, দাখিল ও ইবতেদায়ীর মোট ৪ লাখ ১২ হাজার ৬০ কপি নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের প্রথম দিনে উৎসব করে বিনা মূল্যে নতুন বই বিতরণ করা হয়। সরকারের এ কর্যক্রম বহু বছর ধরে অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।