• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে

মঠবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ আগস্ট ২০১৯  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় কবির হোসেন ফরাজী (৪০) ও সোহাগ (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার পূর্ব টিকিকাটা দফাদার বাড়ির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী কবির ও সোহাগকে ৬২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবির উপজেলার পূর্ব টিকিকাটা গ্রামের ছত্তার দফাদারের ছেলে ও গ্রেফতারকৃত সোহাগ উপজেলার ছোট শিংগা গ্রামের কালু হাওলাদারের ছেলে।
পিরোজপুর ডিবি পুলিশের এস আই দেলোয়ার হোসাইন জসিম জানায়, উপজেলার পূর্ব টিকিকাটা দফাদার বাড়ির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর মাদক ব্যবসায়ীরা মাদক মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে সংগীয় র্ফোস নিয়ে সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ীসহ কয়েকজন মাদক ক্রেতা ডিবি পুলিশের উপস্থিতি টেরপেয়ে দৌরে পালানোর চেষ্ঠা করলে ধাওয়া করে মাদক ব্যাবসায়ী কবির ও সোহাগকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬২পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, মাদক ব্যবসায়ী আলাউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আগামীকাল বুধবার আদালতে সোপর্দ করা হবে।