• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে

মঠবাড়িয়ায় গার্ডার ব্রীজসহ তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি : সরকারী হিসাব সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর- ৩ আসনের সংসদ সদস্য ডা: মো. রুস্তম আলী ফরাজী পিরাজপুরের মঠবাড়িয়ায় রিভার্স অসমোষিস প্লান্ট (আরও) এর শুভ উদ্বোধন করেন। রোববার সকালে পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বিশুদ্ধ পানি সরবারহের জন্য প্রাণী সম্পদ অফিস কার্যালয় সংলগ্ন এ প্লান্ট উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহা. নূর আলম এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেরা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. বাচ্চু আকন, ডাঃ রুস্তুম আলী ফরাজী অনার্স কলেজের প্রভাষক মো. মোতালিব হোসেন মো. ফারুক হোসেন, এমপির জনসংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু প্রমূখ।

এর আগে শনিবার বিকেলে উপজেলার তুষখালী লঞ্চঘাট সংলগ্ন ৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যায়ে নির্মিত গার্ডার ব্রিজ ও ধানীসাফা বাজার হতে বুড়িরচর গ্রামের ৪ কিলোমিটার কার্পেটিং রাস্তার শুভ উদ্বোধন করেন তিনি। এসময় স্থানীয়. হিরু শরীফের সভাপতিত্বে ও সাফা ডিগ্রী কলেজের সহকারি অধ্যক্ষ মো. শাকিল আহম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম টুকু, স্থানীয় জাতীয় পার্টির নেতা মো. শফিকুল ইসলাম, ডাঃ রুস্তুম আলী ফরাজী অনার্স কলেজের প্রভাষক মো. মোতালিব হোসেন মো. ফারুক হোসেন প্রমূখ।

প্রধান অতিথি ডা: মো. রুস্তম আলী ফরাজী বলেন, বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সারা দেশে ব্যপক উন্নয়ন করেছেন। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে নিজস্ব অর্থয়নে পদ্ম সেতু নির্মান করেছেন। সম্প্রতি পিরোজপুরেও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব সেতু উদ্বোধন করেছেন। এ সেতুগুলোর ফলে দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপবভাবে অর্থনৈতিক সফলতা বৃদ্ধি পাবে। আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নয়নশীল রাস্ট্র।