• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে

আলুর ব্যাগে হাত দিতেই ফণা তুলল সাপ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ মার্চ ২০২০  

সুপার মার্কেট থেকে চার কেজি আলু কিনেছিলেন অস্ট্রেলিয়ান নারী ম্যারিসা ডেভিডসন। বাড়িতে আলুর ব্যাগ খুলতেই ফণা তুলল সাপ। ঘাবড়ানোর পরিবর্তে সব সামলে সাপের ছবি তুললেন সাহসী এ নারী। পরে ছবিটি ফেসবুকে শেয়ার করেন।

ঘটনাটি অস্টেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ঘটেছে। ঘটনার পর আরো কাণ্ড ঘটান ম্যারিসা। এতে সারারাত ঘুমাতে পারেননি তিনি।

ম্যারিসা জানান, ব্যাগ খোলার পর আলু বের করছিলেন। তিন থেকে চারটা আলু বের করার পর হাত ব্যাগে ঢোকান তিনি। তখন ব্যাগ থেকে ফণা তুলে লাফ দিয়ে একটি সাপ বের হয়। এরপর অসুস্থ ছেলের দিকে যেতে থাকে। এতে ছেলে আরো অসুস্থ হয়ে পড়ে। পরে সাপটিকে মেরে ফেলেন তিনি।

তিনি আরো জানান, ভয়ের কারণে সাপটিকে মেরে ফেলেছেন। একই সঙ্গে সুপার মার্কেটের পণ্যসহ নানা বিষয়ে প্রশ্ন তুলেন তিনি। কর্তৃপক্ষ তাকে টাকা ফেরত দিয়ে বিষয়টি দেখার আশ্বাস দেয়। তবে তাদের প্রস্তাব নাকচ করেছেন তিনি।