• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে

চলচ্চিত্রে নাম লেখালো ব্যান্ড ওয়ারফেইজ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় হার্ড রক ও মেটাল ঘরানার ব্যান্ড ওয়ারফেইজ। ১৯৮৪ সালের ৫ জুন ওয়ারফেইজ গঠিত হয়। ১৯৯১ সালে ‘ওয়ারফেইজ’ নামেই প্রথম অ্যালবাম প্রকাশ করেন তারা। সাড়ে তিন দশক ধরে দর্শকদের মাতিয়ে আসলেও কখনই সিনেমার গান করেনি এই ব্যান্ডটি।

এই প্রথমবারের মতো সিনেমার গান করতে যাচ্ছে ব্যান্ডটি। ‘গিরগিটি’ নামের একটি সিনেমায় প্রথমবারের মতো টাইটেল গান করছে বাংলাদেশের হার্ড রক ব্যান্ড ওয়ারফেইজ। সিনেমাটি নির্মাণ করবেন সৌরভ কণ্ডু। গানটির কিছু দৃশ্যেও ওয়ারফেইজ ব্যান্ডের সদস্যদেরও দেখা যাবে।

সম্প্রতি সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ওয়ারফেইজ। এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক সৌরভ কুণ্ডু বলেন, ‘আমার প্রথম সিনেমাতেই বাংলাদেশের তুমুল জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেইজ এর গান থাকছে। তাদের গান আমার সিনেমাকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আমার বিশ্বাস।’

এদিকে ওয়ারফেইজ ব্যান্ডের শেখ মনিরুল ইসলাম টিপু বলেন, ‘অনেকদিন ধরেই আমরা সিনেমায় আসতে চেয়েছিলাম। কিন্তু এতদিন ব্যাটে-বলে মিলছিল না।’

জানা গেছে, আপস্টুডিও প্রোডাকশন হাউজ এন্ড পাবলিকেশন্সের ব্যানারে নির্মিত হচ্ছে ‘গিরগিটি’। এতে অভিনয় করছেন তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, দীপু ইমাম, মিলি বাসার, হামিদুর রহমান ও খালেকুজ্জান। ‘গিরগিটি’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাহজাহান সৌরভ। আগামী ২০ জানুয়ারি থেকে মানিকগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হবে।