• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে?

নতুন বছর স্পেশাল

রাসবেরি মুজ উইথ ফালুদা মিক্স

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২০  

উপকরণ:

টার্ট বেসের জন্য—ময়দা ১০০ গ্রাম, মাখন ৫০ গ্রাম, আইসিং সুগার ২৫ গ্রাম, এসেন্স ১ চা-চামচ ও ডিম ৩ চা–চামচ।

চকলেট পেস্ট্রি ক্রিমের জন্য—পানি ১৬০ গ্রাম, চিনি ৭০ গ্রাম, গুঁড়া দুধ ৮০ গ্রাম, কর্নফ্লাওয়ার ১০ গ্রাম, ডিম অর্ধেক ও চকলেট ৫০ গ্রাম।

ফালুদা মিক্সের জন্য—রাঁধুনী ফালুদা মিক্স ১ প্যাকেট, ক্রিম ২০০ গ্রাম, সাওয়ার ক্রিম ৫০ গ্রাম, রাসবেরি কমপট ১০০ গ্রাম, এসেন্স সামান্য ও জেলোটিন ১০ গ্রাম (পানিতে ভেজানো)।

প্রণালি:

টার্টের উপকরণ থেকে বাটার ও আইসিং সুগার বিট করে ও সামান্য করে ডিম দিন। ভালো করে মেশানো হয়ে গেলে ময়দা ও বাকি উপকরণ আলতো করে মেশান। এবার জিপ লক ব্যাগে ঢেকে ফ্রিজে ৩০ মিনিট রেখে টার্ট মোল্ডে দিয়ে ১৮০ ডিগ্রিতে ১২ মিনিট বেক করুন।

চকলেট পেস্ট্রি ক্রিমের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ডাবল বয়লারে দিয়ে রান্না করতে হবে। যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে আলাদা রাখুন। 

এবার ফালুদা মিক্স প্যাকেটে লেখা নিয়ম অনুযায়ী রান্না করে নিতে হবে। ক্রিম ফেটিয়ে দ্বিগুণ করে নিতে হবে। তার সঙ্গে বাকি সব উপকরণ একত্রে মিলিয়ে ফ্রিজে রেখে সেট করে নিন। এবার টার্ট সেলে চকলেট ক্রিম দিয়ে ওপরে সেট করা মুজ রেখে চকলেট ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।