• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে?

‘ষড়যন্ত্র চলছে’ জন্মাষ্টমীর শোভাযাত্রায় শামীম ওসমান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯  

এই দেশে ষড়যন্ত্র চলে, চলছে এবং সামনে আরো ব্যাপক আকার ধারণ করবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান৷

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টায় হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহরের দুই নম্বর রেলগেইটে বঙ্গবন্ধু সড়কে অস্থায়ী মঞ্চে তিনি এসব কথা বলেন৷ শোভাযাত্রার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ। 

তিনি আরো বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার৷ আমাদের দেশে এটা একটা জনপ্রিয় শ্লোগান৷ আমাদের সামনে একটা ছবি আছে৷ এটা আগস্ট মাস, শোকের মাস৷’

শামীম ওসমান বলেন, ‘এই নারায়ণগঞ্জে এবং বাংলাদেশে বঙ্গবন্ধু সম্প্রীতির স্বপ্ন দেখেছিলেন৷ যেখানে যার যার ধর্ম সে সে পালন করবে এবং প্রতিটি ধর্মকে সবাই সম্মান করবে৷ আমরা তাঁর একজন কর্মী হিসেবে, শেখ হাসিনার কর্মী হিসেবে বিশ্বাস করি, যারা ধর্মকে ভালোবাসে তারাই প্রকৃত ভালো মানুষ৷

এই আয়োজনে অতিথি করাতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সাংসদ বলেন, ‘আমাদের এই স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দরকার৷ অনুরোধ জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন সবাই৷’

বক্তব্য শেষে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি শামীম ওসমান৷ শোভাযাত্রাটি শহরের মূল সড়ক বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিন করে৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা প্রবীর সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, সাংবাদিক উত্তম সাহা, সৌমিক কর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি লিটন পাল, রঞ্জিত মন্ডল, নাগবাড়ি সাধু মহাশয় আশ্রমের সভাপতি তারাপদ আচার্য্য, প্রমুখ।

জন্মাষ্টমীতে ১১ টায় পূজা অর্চনা, বিকেলে রাম সীতা মন্দিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে প্রসাদ বিতরণ কর্মসূচি রয়েছে।