• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে?

তিন দিনের সফরে আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

তিন দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমিরাত সরকারের বিশেষ আমন্ত্রণে দেশটির প্রযুক্তিযুগের স্মরণকালের সেরা আয়োজন দুবাই এয়ার শো-২০১৯ তে অংশ নিতেই তার এ সফর।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফর নিয়েই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী জানান, শনিবার (১৬ নভেম্বর) দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। ১৯ নভেম্বর তার ফেরার কথা রয়েছে।

তিনি বলেন, প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র চালু করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এটি চালু করবেন। বাংলাদেশ দূতাবারে জন্য জমি বরাদ্দসহ এ সফরে আমিরাত সরকারের সঙ্গে তিনটি সমঝোতাস্বারক স্বাক্ষর করা হবে।

মন্ত্রণালয়ে আগুন লাগার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল মন্ত্রণালয়ের মেইন বিল্ডিংয়ের নিচ তলার বাজেট শাখার পাশে বন্ধ ঘরে আগুন লাগে। আমরা খুব ভাগ্যবান। কোনো ডকুমেন্ট নষ্ট হয়নি। ধোঁয়া দেখে আমাদের লোকেরা ৯৯৯- এ ফোন করার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের লোকেরা চলে আসে।

এ আগুন লাগার কারণ উদঘাটনে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।