• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে

ইউএনও`র হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড, কনের বাবাকে জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ইউএনও'র হস্তক্ষেপে পণ্ড হলো বাল্যবিবাহ। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের টঙ্গিরপাড় নোয়াপাড়া গ্রামে। 

জানা গেছে, কনে পাশের শাহরাস্তি উপজেলার ইছাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। মেয়েটির টিকা কার্ড ও পঞ্চম শ্রেণি পাশের সার্টিফিকেট পরখ করে দেখা যায় ১৮ বছর পূর্ণ হতে এখনো তার অনেক সময় বাকী। এর পরও মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তার পরিবার। কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিয়ে ভেঙ্গে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। 

এদিকে ইউএনও যাওয়ার পরেই স্কুল ছাত্রীটি বাবা-মা বাড়ি থেকে সটকে পড়ে। পরে তাঁর নির্দেশে বিয়ে বাড়ির অতিথিদের জন্য রান্না করা সকল খাবার পাশের গ্রাম লাওকরা হযরত আমানত শাহ ও শাহেনশাহ (রহ:) হাফিজিয়া মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হয়। সেইসঙ্গে মেয়েটিকে একজন নারী চৌকিদারের মাধ্যমে নিজ গাড়িতে করে উপজেলায় নিয়ে আসেন ইউএনও বৈশাখী বড়ুয়া। পরে মেয়েটির পরিবারের লোকজন উপজেলা সদরে আসলে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছাত্রীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও। এর পাশাপাশি ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবেন না এমন শর্তে মুচলেকা আদায় করে বাবার জিন্মায় মেয়েটিকে বুঝিয়ে দেন তিনি।

আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল, থানা উপ-পরিদর্শক (এসআই) রমিজ উদ্দিনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বৈশাখী বড়ুয়া বলেন, ছাত্রীর বাবা দোষ স্বীকার করেন এবং ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করে মুচলেকা শেষে ছাত্রীটিকে তার বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়।