• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে?

টিকা নিয়েছেন আরও ৯ লাখেরও বেশি মানুষ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১  

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসের টিকা নিয়েছেন আরও ৯ লাখ পাঁচ হাজার ৮০৫ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকাগ্রহীতা তিন লাখ ৩৮ হাজার ৫৫৯ জন এবং দ্বিতীয় ডোজের পাঁচ লাখ ৬৭ হাজার ২৪৬ জন।

প্রথম ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ এক লাখ ৭০ হাজার ৮০০ জন ও নারী এক লাখ ৬৭ হাজার ৭৫৯ জন। দ্বিতীয় ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ দুই লাখ ৬০ হাজার ৮৭০ জন ও নারী তিন লাখ ছয় হাজার ৩৭৬ জন।

গত ২৭ জানুয়ারি করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাস্ট্রাজেনেকার টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশে অ্যাস্টাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম ও মডার্নার টিকা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেয়ে ১১ কোটি ১৬ লাখ ৩২ হাজার ৭৪৪ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজের ছয় কোটি ৭৪ লাখ ৭০ হাজার ৪৯ জন ও দ্বিতীয় ডোজের চার কোটি ৪১ লাখ ৬২ হাজার ৬৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে দেশে মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি ৫৪ লাখ ১৮ হাজার ২৬৫ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সাত কোটি ৪০ লাখ ১১ হাজার ৬৭২ জন, পাসপোর্টের মাধ্যমে এক কোটি ১২ লাখ আট হাজার ৭৬১ জন এবং জন্মনিবন্ধনের মাধ্যমে দুই লাখ ৭৭ হাজার ৮৩২ জন নিবন্ধন করেন।