• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে?

পঞ্চগড়ের তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১  

হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে ভিন্ন ভাবে শীতের আমেজ শুরু হয়েছে। দিনভর গরম আবহাওয়া থাকলেও রাতে পুরো দমে অনুভূত হচ্ছে শীত।

একইসঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত ঝড়ছে কুয়াশা। এতে পঞ্চগড়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বির্পযস্ত হয়ে উঠেছে।

এদিকে বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসয়িাস রেকর্ড করা হয়েছে। যা সকাল ১১টায় সারাদেশের সঙ্গে নির্ণয় করে দেশের মধ্যে সর্বনিম্ন রেকর্ড করা হয়। এদিকে একই দিন দুপুর ১২টার সময় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস বলছে, প্রতিবারের মতো এবারও কিছুটা আগেভাগে শীত পড়া শুরু করেছে। তবে চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে রাতে শীতের দাপট অনেকটাই বেড়েছে। দিনে গরম রাতে শীত অনুভূত হচ্ছে।

এদিকে শীতের তীব্রতা ও গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছে স্থানীয় নিম্ন আয়ের মানুষ। বৈরি আবহাওয়ায় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়স্করা। তবে জেলার মধ্যে সব থেকে বেশি শীত অনুভূত হয় সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায়। অন্যদিকে হতদরিদ্রদের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পঞ্চগড় জেলা ও উপজেলা প্রশাসন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক জাহাঙ্গীর আলম বলেন, দিনের থেকে রাতের তাপমাত্রা ক্রমেই হ্রাস পাচ্ছে। অন্যদিকে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা আগামীতে আরও নিচে নেমে আসতে পারে বলে জানান এই কর্মকর্তা।