• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে?

কাঠের জিপ বানিয়ে চমকে দিলো কিশোরগঞ্জের দুই ভাই

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২  

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সৌরবিদ্যুৎ চালিত কাঠের জিপ তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন এনামুল হক বুলবুল ও ইমরানুল হক নামে দুই ভাই। জানা গেছে, পরিবেশবান্ধব কাঠের জিপটি তৈরি করতে তাদের ব্যয় হয়েছে ১ লাখ ৩৫ হাজার টাকা। গাড়িটি তৈরি করতে যুব উন্নয়ন অধিদফতর থেকে প্রশিক্ষণ ও সহযোগিতা নিয়েছেন দুই ভাই। ইতোমধ্যে চারজনের ধারণক্ষমতাসম্পন্ন জিপটি চালানোর উপযোগী হয়ে উঠেছে।

সৌরবিদ্যুত চালিত কাঠের জিপটি একবার চার্জ দিলে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। যা প্রতি ঘণ্টায় গতি ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে ছুটতে পারবে। এটি তৈরিতে ৪৮ ভোল্টের একটি ব্যাটারি, ১২০০ ওয়াটের একটি মোটর ব্যবহার করা হয়েছে। যানটি তৈরি করতে দুই ভাইয়ের সময় লেগেছে দুই থেকে তিন মাস।

এ বিষয়ে তরুণ উদ্ভাবক এনামুল হক বুলবুল গণমাধ্যমকে বলেন, ছোটবেলা থেকেই নতুন কিছু করার আগ্রহ ছিল। নতুন কিছু করার আগ্রহ নিয়ে সৌরবিদ্যুত চালিত পরিবেশবান্ধব চার চাকার জিপটি তৈরি করেছি। এতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশের কোনো ক্ষতি হবে না।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, দুই ভাই কাঠের জিপ তৈরি করে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন। তিনি তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়ার পাশাপাশি কাজের স্বীকৃতিস্বরূপ দুভাইকে ক্রেস্ট দিয়েছেন।

এর আগে বুলবুল সোলার প্যানেল দিয়ে মোটরবাইক, মিনিবাস তৈরি করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সেরা তরুণ উদ্ভাবকের পুরস্কার লাভ করেন। এবার তৈরি করলেন সৌরবিদ্যুৎচালিত কাঠের জিপ।